ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিক নাট্যোৎসবে মহাকালের নীলাখ্যান

প্রকাশিত: ২৩:৩৬, ১২ মে ২০১৬

দিক নাট্যোৎসবে মহাকালের নীলাখ্যান

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়ে দিক নাট্যোৎসবে মঞ্চায়ণ হবে মহাকাল নাট্য সম্প্রদায়ের ৩৬তম প্রযোজনা নাটক ‘নীলাখ্যান’। মহাকালের মীর জাহিদ জানান, দিক থিয়েটারের প্রতিষ্ঠার ১৬ বছর পূর্তিতে আয়োজিত পাঁচ দিনব্যাপী দিক নাট্যোৎসব-২০১৬ তে ১৪ মে শনিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে মঞ্চস্থ হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’ আশ্রয়ে আনন জামান রচিত. ইউসুফ হাসান অর্ক নির্দেশিত মানব প্রেমের অমর উপাখ্যান ‘নীলখ্যান’ নাটকের পনেরোতম মঞ্চায়ন। নাটকের অভিনয় শিল্পীরা হলেন পলি বিশ্বাস, জেরিন তাসনীম এশা, কোনাল আলী চৈতী সাথী, শাহিনুর প্রিতী, আদিবা, সুরেলা, নির্ঝর অধিকারী, তনু ঘোষ, আমিনুল আশরাফ, আসাদুজ্জামান রাফিন, মোহাম্মদ আহাদ, শিবলী সরকার, শাহরিয়ার হোসেন পলিন, ইয়াছির আরাফাত, তৌহিদুর রহমান শিশির, রাজিব হোসেন, ইকবাল চৌধুরী, জাহিদুল কামাল চৌধুরী দিপু, মোঃ শাহনেওয়াজ এবং মীর জাহিদ হাসান। মঞ্চের নেপথ্য শিল্পীরা হলেন মঞ্চ পরিকল্পনায় ইউসুফ হাসান অর্ক, আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, সুর ও সঙ্গীতে ইউসুফ হাসান অর্ক, আবহসঙ্গীত ইউসুফ হাসান অর্ক, পোষাক পরিকল্পনায় ড. সোমা মুমতাজ, কোরিওগ্রাফী জেরিন তাসনিম এশা, প্রপস পরিকল্পনা ও নির্মাণ হাসনাত রিপন, রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়, পোষ্টার ও স্মরণিকা ডিজাইন পংকজ নিনাদ, মঞ্চ ব্যবস্থাপক জাহিদ কামাল চৌধুরী এবং প্রযোজনা অধিকর্তা মীর জাহিদ হাসান।
×