ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যশোরে ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবন হচ্ছে

প্রকাশিত: ২৩:১৫, ১২ মে ২০১৬

যশোরে ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবন হচ্ছে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর শিক্ষা প্রকৌশল অধিদফতরের উদ্যোগে আগামী জুন মাস থেকে শুরু করা হবে জেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের কাজ। এতে ব্যয় হবে ৩০ কোটি ৪৯ লাখ ৪ হাজার টাকা। জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতর সূত্র জানায়, অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ে একতলা ভবনের উপর চারতলা থেকে ৫ তলা পর্যন্ত নির্মাণ করা হবে। শুধু মাত্র সদরের ভাতুড়িয়া স্কুল এন্ড কলেজে ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ৪ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে চার তলা ভবন নির্মাণ করা হবে। জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতরের উচ্চমান সহকারী হাফিজুর রহমান জানান, এসব ভবন নির্মাণ কাজের জন্য ঠিকাদার নির্বাচনের কাজ শুরু করা হয়েছে। আগামী জুন মাসে কাজের প্রক্রিয়া শুরু করা হবে।
×