ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আশার দারিদ্রবিমোচনে ৭শ কোটি টাকার ঋণ

প্রকাশিত: ২০:০২, ১২ মে ২০১৬

আশার দারিদ্রবিমোচনে ৭শ কোটি টাকার ঋণ

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ বেসরকারি উন্নয়ন সংস্থা আশা পাবনা জেলায় প্রায় ৭শ কোটি টাকা ঋণ বিতরণের মাধ্যমে ১ লাখ ২০ হাজার পরিবারকে দারিদ্রবিমোচনে বিশেষ ভুমিকা রাখছে। বৃহস্পতিবার এসএমএপি প্রকল্পের ওরিয়েন্টেশনে এ তথ্য জানানো হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে জায়কা ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এমএমএপি প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত ওরিয়েন্টেশনের আয়োজন করে। পাবনা সদর উপজেলা পরিষদের আব্দুর রব বগা মিয়া মিলনায়তনে আশার জোনাল ম্যানেজার মোঃ বাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন, আশার ডিরেক্টর কৃষিবিদ এম এ সালাম, আশার জয়েন ডিরেক্টর মোঃ হামিদুল ইসলাম। এ ওরিয়েন্টেশনে আশা পাবনা জেলার ডিস্টিক্ট ম্যানেজার উত্তম কুমার ভৌমিক, বেড়া উপজেলা ম্যানেজার আলাউদ্দিন, এছাড়াও পাবনা জেলার ১৪ জন রেজিওনাল ম্যানেজার ও ৬৩ জন ব্রাঞ্চ ম্যানেজার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বেসাকারি উন্নয়ন সংস্থা আশা পাবনা জেলার ৬৩ ব্রাঞ্চের মাধ্যমে এগ্রি বিজনেজ ঋণ চালু করে কৃষি খাতেও অগ্রণী ভুমিকা রাখতে সহায়তা করছে বলেও ওরিয়েন্টেশনে জানানো হয়। এছাড়াও আশা পাবনা জেলা ক্ষুদ্র ঋণ, প্রার্থমিক শিক্ষা, ফিজিওথেরাপীসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
×