ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যে গ্রামে জন্মায় শুধু যমজরাই!

প্রকাশিত: ১৮:৪৮, ১২ মে ২০১৬

যে গ্রামে জন্মায় শুধু যমজরাই!

অনলাইন ডেস্ক॥ ভারত মানেই রহস্য৷ এই দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে নানা মণিমুক্তো, নানা রহস্য৷ যেমন এই ভারতেই লুকিয়ে আছে এমন গ্রাম আছে যেখানে জন্মায় শুধু যমজরাই৷ যেদিকেই তাকানো যায় শুধু যেন একই মানুষের প্রতিচ্ছবি দেখা যায়৷ না কোনো আয়নাঘেরা সৌধের কথা বলা হচ্ছে না৷ বলা হচ্ছে এমন গ্রামের কথা যে গ্রামের জনসংখ্যার সিংহভাগই যমজ৷ তাবড় তাবড় বিজ্ঞানী, চিকিৎসক পরীক্ষা চালিয়েছেন সকলেই, কিন্তু কেউ খোঁজ পায়নি এই উত্তরের যে কেন বছর বছর যমজরাই জন্মায় এখানে৷ কী আছে এই গ্রামের জল-হাওয়া-মাটিতে৷ কথা হচ্ছে কেরলের এক অখ্যাত গ্রাম কোদিনীর৷ কেরলের মাল্লাপুরম জেলার ছোট্ট গ্রামটির সঙ্গে কেরলের অন্য গ্রামের আলাদা করে কোন তফাৎই নেই৷ ঘন ঘন যমজ জন্মানো নিয়েই খবরের শিরোনামে উঠে আসে গ্রামটি৷ কীভাবে যাবেন— আরব সাগরের তীরে উত্তর কেরলের মাল্লাপুরমে আছে ছবির মতো সুন্দর কোদিনি গ্রামটি৷ রাজধানী তিরুবনন্তপুরম থেকে দূরত্ব ৩৫৬ কিলোমিটার৷ নিকটবর্তী রেলস্টেশন কোঝিকোড়৷ দূরত্ব ৩১ কিলোমিটার৷ কী দেখবেন— গ্রাম্য কেরলের প্রতিচ্ছবি মিলবে এই গ্রামে৷ একদিকে আরব সাগরের উচ্ছ্বল জলরাশি, অন্যদিকে পরিষ্কার নীল আকাশ৷ এছাড়াও আছে ব্যাকওয়াটার৷ গ্রামটির বিশেষত্ব হল, আইডেন্টিক্যাল টুইন্স বা একই রকম দেখতে যমজ৷ জন্মের নিরিখে বিশ্বের অন্য জায়গার থেকে এই কোদিনি গ্রামে যমজ জন্মের হার সবচেয়ে বেশি৷ ২০০৮ সালের জনসংখ্যার নিরিখে এই গ্রামের জনসংখ্যা ২০০০, যার মধ্যে ২০০ জনই যমজ৷ কোন কোন গবেষকের দাবি, সম্ভবত জিনগত, বংশগত বা রাসায়নিক কারণে যমজরাই এই গ্রামে জন্মায়৷ তবে কেউই জোর দিয়ে সঠিক কারণ বলতে পারেননি৷ শুধু এই গ্রামে বিয়ে হওয়া তরুণীরাই নয়, এমনকী জানা গিয়েছে এই গ্রামের মেয়ে যাদের বিয়ে হয়েছে অন্য গ্রামে তারাও জন্ম দিয়েছে যমজদের৷
×