ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকারী অফিসের আচরণ পাল্টাতে হবে ॥ অর্থ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৭:৫১, ১২ মে ২০১৬

সরকারী অফিসের আচরণ পাল্টাতে হবে ॥ অর্থ প্রতিমন্ত্রী

বিডি নিউজ ॥ সরকারী অফিসগুলোতে সেবা গ্রহীতাদের সঙ্গে আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। প্রযুক্তির সঙ্গে সঙ্গে মনোভাবেরও আধুনিকতা দরকার বলে মনে করেন সাবেক এই আমলা, যিনি নিজেও এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছেন। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের আচরণগত কিছু বিষয় আছে, পুরনো দিনের আচরণ, সরকারী অফিসগুলোর চালচলন, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি নিজেও এর মাঝ দিয়ে এসেছি। পরিবর্তনের হাওয়ার সাথে সাথে আমাদের এটিও পরিবর্তন হওয়া উচিত।’ মঙ্গলবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে ব্যবসায়ীদের কাছ থেকে এ বিষয়ে অভিযোগ পাওয়ার কথা জানান তিনি। ‘ব্যবসায়ীরা বলেছেন, আমাদের সরকারী অফিসগুলোতে গেলে যে ব্যবহার পান তারা মনে করেন তা পুরোমাত্রায় সঠিক নয়। আমি একমত, তারা শত্রু হিসেবে নয়, বন্ধু হিসেবে বলেছেন। জাতীয় রাজস্ব বোর্ডে এই আচরণ আধুনিক বন্ধুসুলভ বলে আশা করি।’
×