ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব স্থাপনায় সোলার প্যানেল বসানোর নির্দেশ

প্রকাশিত: ০৭:২৯, ১২ মে ২০১৬

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব স্থাপনায় সোলার প্যানেল বসানোর নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব নতুন স্থাপনায় সোলার প্যানেল বসানোর বাধ্যবাধকতা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে নতুন স্থাপনায় বর্জ্য ব্যবস্থাপনা ও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা পদ্ধতি গড়ে তোলার কথা বলা হয়েছে। আর বিদ্যমান স্থাপনাগুলোতে এ তিনটি ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এজন্য বেসরকারী ব্যাংকগুলো সময় পাবে আগামী ২০১৮ সাল পর্যন্ত। আর সরকারী ব্যাংকের জন্য এ সময় দেয়া হয়েছে ২০২০ সাল পর্যন্ত। বুধবার বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ এ সম্পর্কিত এক প্রজ্ঞাপন জারি করেছে।
×