ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রীতি কাবাডি ম্যাচের মধ্য দিয়ে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

প্রকাশিত: ০৭:২৮, ১২ মে ২০১৬

প্রীতি কাবাডি ম্যাচের মধ্য দিয়ে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় প্রীতি কাবাডি প্রতিযোগিতার মাধ্যমে পাঁচদিনব্যাপী বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় পিলখানায় বিজিবি সদর দফতরে ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষীদের জন্য আয়োজন করা হয় এ কাবাডি প্রতিযোগিতার। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুদেশের সীমান্ত রক্ষীদের মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন। পিলখানার বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি-বিএসএফ প্রীতি কাবাডি ম্যাচের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় বিজিবি মহাপরিচালক ও বিএসএফ মহাপরিচালকসহ উভয় দেশের প্রতিনিধি দলের সদস্যবৃন্দ প্রীতি কাবাডি ম্যাচ উপভোগ করেন।
×