ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাশেদ আহমেদ শিপলু

রুদ্র-দ্য গ্যাংস্টার

প্রকাশিত: ০৬:৩০, ১২ মে ২০১৬

রুদ্র-দ্য গ্যাংস্টার

এ্যাকশন ও থ্রিলার ঘরানার ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ সিনেমার টিজার মুক্তি পেয়েছিল আগেভাগেই। টিজারের ব্যাপ্তি ২ মিনিট ৩৫ সেকেন্ড। পারপেল রেইন ফিল্মস প্রযোজিত ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন এবিএম সুমন ও পিয়া বিপাশা। এছাড়াও রয়েছেন আহমেদ শরীফ, আলেকজান্ডার বো, ডন, শতাব্দী ওয়াদুদ, সিরাজ হায়দার, সুব্রত, ববি ও নবাগত লায়ন। ছবিটি পরিচালনা করেছেন সৈয়দ জাফর ইমামী। পরিচালক জানিয়েছেন ১৩ মে সারাদেশে মুক্তি পাবে চলচ্চিত্রটি। ট্রেজারে দেখা যায়, মাত্র দেড় মিনিটেই প্রায় দশজনকে খুন করল রুদ্র! দুই ঘণ্টায় কতজন খুন হতে পারে? সেই হিসাব নিকাশ কষার আগেই চোখ বন্ধ করে বলা যায়, মারদাঙ্গা টাইপের সিনেমা এটি। নাচে গানে ভরপুর। ছবিটির গল্পে দেখা যাবে, রুদ্র নামের একটি ছেলে রকস্টার হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু বাস্তব পরিস্থিতি তাকে টেনে নিয়ে যায় স্বপ্ন থেকে অনেক দূরে। একজন রকস্টারের গ্যাংস্টার হয়ে ওঠার কাহিনীকে ঘিরেই গড়ে উঠেছে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’। রুদ্র চরিত্রে অভিনয় করছেন ঢালিউডের নতুন নায়ক এবিএম সুমন। এর আগে ‘অচেনা হৃদয়’ সিনেমা দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয় তার। সেখানেও তার চরিত্রের নাম ছিল রুদ্র। সিনেমায় সুমনের প্রেমিকা পিয়া বিপাশা। তার প্রথম সিনেমা এটি। এর আগে ‘কাটুস কুটুস’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য অভিনয় করেছেন। প্রথম ছবি মুক্তির আগেই তার হাতে বেশ কটি সিনেমার অফার পেয়েছেন। চুক্তিবদ্ধ হয়েছেন বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ এবং রকিবুল আলম রকিব পরিচালিত ‘মনের রাজা’ চলচ্চিত্রে। রেইন ফিল্মস প্রযোজিত ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ গান রয়েছে মোট ছয়টি। এতে সঙ্গীত পরিচালনা করেছেন শুভ্র রাহা, সৈয়দ নাফিজ, রায়হান খান। ছবিটির মিউজিক লেবেল টাইগার মিডিয়া। ২০১৩ সালের ৩ অক্টোবর মহরতের মাধ্যমে শুরু হয় রুদ্র-দ্য গ্যাংস্টার সিনেমার কাজ। তখন এটির নাম ঠিক করা হয় রুদ্র -দ্য লাভার, পরবর্তীতে তা পরিবর্তন করে রুদ্র -দ্য গ্যাংস্টার রাখা হয়। এক বছরের মাথায় শূটিং শেষ হয়।
×