ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এইচএসসি ও সমমানের আজকের পরীক্ষা পেছাল

প্রকাশিত: ০৬:১৮, ১২ মে ২০১৬

এইচএসসি ও সমমানের আজকের পরীক্ষা পেছাল

স্টাফ রিপোর্টার ॥ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর জন্য জামায়াতের ডাকা হরতালের কারণে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। আজকের পূর্বনির্ধারিত এইচএসসি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা আগামী ২০ মে অনুষ্ঠিত হবে। কারিগরি বোর্ডের পরীক্ষা হবে ১৫ মে। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান বুধবার জানিয়েছেন, ১২ মের পরীক্ষা আগামী ২০ মে শুক্রবার অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সকালের পরীক্ষা সকাল ৯টা থেকে এবং বিকেলের পরীক্ষা বেলা আড়াইটা থেকে শুরু হবে। আট বোর্ডের এইচএসসির পরীক্ষা ২০ মে শুক্রবার সকাল ৯টা হতে ১২টা ও দুপুর ২টা ৩০ মিনিট হতে সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা ২০ মে শুক্রবার (সকাল ৯টা হতে ১২টা) অনুষ্ঠিত হবে। এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ১৫ মে রবিবার সকাল ১০টা হতে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। জামায়াতের হরতালের কারণে চলতি এইচএসসির দুই দিনের পরীক্ষা পেছানোয় ২৭টি পরীক্ষা পিছিয়ে গেল। দলের আমির যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদ- কার্যকরের প্রতিবাদে আজ সারাদেশে হরতাল ডেকেছে জামায়াত। নিজামীর রিভিউ আবেদন সর্বোচ্চ আদালত খারিজ করে দেয়ার পরও একই কর্মসূচী দিয়েছিল দলটি।
×