ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দু’দিনের সফরে জয়শঙ্কর ঢাকায়

প্রকাশিত: ০৬:১৭, ১২ মে ২০১৬

দু’দিনের সফরে জয়শঙ্কর ঢাকায়

কূটনৈতিক রিপোর্টার ॥ ঢাকা-দিল্লীর মধ্যে সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত করার লক্ষ্যে দুই দিনের সফরে ঢাকা এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব ড. এস জয়শঙ্কর। ভারত সরকারের বিশেষ দূত হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন তিনি। তবে ভারতের পররাষ্ট্র সচিবের এবারের সফরে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা প্রাধান্য পাচ্ছে। ভারতের পররাষ্ট্র সচিব ড. এস জয়শঙ্কর বুধবার বিকেল চারটা বিশ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান। ঢাকা সফরে এসে বুধবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতীয় পররাষ্ট্র সচিব জয়শঙ্কর। এছাড়া রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গেও বৈঠক করেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এছাড়া সরকারের কয়েক মন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাত করবেন তিনি। জয়শঙ্করের এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতিই বিশেষ গুরুত্ব পাবে বলে বিশ্লেষকদের ধারণা। বৈঠকে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও চুক্তি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে।
×