ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজার মতোই অভিষেক

প্রকাশিত: ০৬:১৬, ১২ মে ২০১৬

রাজার মতোই অভিষেক

যেন গোলাপি সমুদ্র ! তারই মাঝে কোথাও ঢেউ ঠেলে এগোচ্ছে কাগজের ক্ষেপণাস্ত্র। কোথাও আবার দরিয়ার রং বদলে হয়ে গিয়েছে লাল। মঙ্গলবার উত্তর কোরিয়ার কিম ইল সুং স্কয়ারে নেমে এল যেন গোটা শহরটা। ৩৬ বছর পর দেশে পার্টি কংগ্রেস আয়োজন করে কিম জং উন এখন রীতিমতো নায়ক। জীবনের প্রথম দলীয় সম্মেলনেই সংগঠনের চেয়ারম্যান পদে উন্নতি হয়েছে তাঁর। উত্তর কোরিয়ায় এতদিন তিনি শেষ কথা ছিলেন ঠিকই। কিন্তু পার্টি কংগ্রেস তাঁর ক্ষমতাতেই সিলমোহর লাগাল নতুন করে। তাই সম্মেলনের শেষ দিনে কিমকে নতুনভাবে বরণ করতেই এত আড়ম্বর, উন্মাদনা। কিম ইল সুং স্কয়ার সংলগ্ন একটি ভবনের ব্যালকনি থেকে কিম জং উন বিশাল এই কুচ কাওয়াজ উপভোগ করেন। তিনি সেখানে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে লাখ লাখ মানুষ কৃত্রিম ফুলের তোড়া নেড়ে তাকে স্বাগত জানায়। ‘কমরেড কিম জং উন দীর্ঘজীবী হোন’, ‘জয় হোক আমাদের প্রিয় নেতার’ ইত্যাদি সেøাগানে তারা সমাবেশস্থল মুখর করে তোলে। যে কোন বড় সমরাস্ত্র নির্মাণ উপলক্ষে বিশাল আকারে সামরিক প্যারেড আয়োজন করা উত্তর কোরিয়ায় একটি নিয়মিত ঘটনা। তবে মঙ্গলবারের আয়োজনটি ছিল একটু অন্যরকম। এটি কেবল সামরিক বাহিনীর ক্ষমতা প্রদর্শনের মধ্যেই সীমিত ছিল না। অনুষ্ঠানে বেসামরিক লোকজনের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। চারদিনের পার্টি কংগ্রেস সোমবার শেষ হয়। -সাংহাই ডেইলি।
×