ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অধ্যক্ষ রেজাউল হত্যা

প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত ॥ রাবিতে যাচ্ছেন চার মন্ত্রী

প্রকাশিত: ০৩:৪৫, ১২ মে ২০১৬

প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত ॥ রাবিতে যাচ্ছেন চার মন্ত্রী

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজী বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকা-ের বিচার দাবিতে ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচী অব্যাহত রয়েছে। নির্মম এ হত্যাকাণ্ডের ১৯তম দিন বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন করেছে রাবি শিক্ষক সমিতি। মানববন্ধনে রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম শান্তনু জানান, অধ্যাপক সিদ্দিকী হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করতে ক্যাম্পাসে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অধ্যাপক শাহ্ আজম শান্তনু বলেন, আগামী ১৪ মে শনিবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিতব্য শিক্ষক-ছাত্র সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত থাকবেন। ১৫ মে রবিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংহতি ও মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ঠাকুরগাঁওয়ে আহত আরও একজনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১১ মে ॥ বালিয়াডাঙ্গি উপজেলায় নির্বাচনী সহিংসতায় আহত আরও একজন মারা গেছেন। ৪ দিন চিকিৎসাধীন থাকার পর রংপুর মেডিক্যালে বুধবার ভোরে দায়ের কোপে আহত নাজিমউদ্দিন (৫৫) প্রাণ হারান। এ নিয়ে এই দফায় নির্বাচনী সহিংসতায় ৩ জন মারা গেল। তারা হলেন নির্বাচনের দিন আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মাহবুব হোসেন, দুই মেম্বার প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে লাঠির আঘাতে পরের দিন আসমা বেগম ও দুই মেম্বার প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে দায়ের কোপে আহত নাজিম উদ্দিন আজ মারা গেছেন। বড় পলাশবাড়ী ইউনিয়নের চৌরঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭ মে ৪র্থ দফা নির্বাচন চলাকালে বেলা সাড়ে ১২টার দিকে দুই মেম্বার প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আহত নাজিম চার দিন পর বুধবার মারা যান। ভেদরগঞ্জে আহত-১০ নিজস্ব সংবাদদাতা শরীয়তপুর থেকে জানান, মঙ্গলবার রাতে ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী সালাউদ্দীন মাদবরের সমর্থকরা হামলা চালিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ নাসির উদ্দীন তালুকদারের ১০ কর্মী সমর্থককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে। গুরুতর আহত রফিকুল ইসলাম মোড়লকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
×