ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসিসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩:২৭, ১১ মে ২০১৬

সুনামগঞ্জে স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসিসভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ সুনামগঞ্জে পরিবার পরিকল্পনা, মা-শিশু-কৈশরকালীন স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসিসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগসহ বিভিন্ন বেসরকারি সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত ও সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সাবেরা আক্তার প্রমুখ। বক্তারা জানান, সারা দেশে আগামী ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত স্থানীয় স্বাস্থ্য ক্লিনিক গুলোতে গর্ভবর্তী নারীদের নিয়মিত সেবার পাশাপাশি বিশেষ সেবা দেওয়া হবে।
×