ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদী সহ-ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় কর্মশালা

প্রকাশিত: ২৩:০৬, ১১ মে ২০১৬

ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদী সহ-ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদী সহ-ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় কর্মশালা বুধবার কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এনহ্যান্সড কোস্টাল ফিসারিজ ইকোফিশ প্রকল্পের উদ্যোগে এ মতিবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএএসআইডি, বাংলাদেশ সরকার, মৎস্যবিভাগ ও ওয়ার্ল্ড ফিশের যৌথ আয়োজনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন মৎস্য অধিদফতর বরিশালের উপ-পরিচালক বজলুর রশিদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার, বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, প্রকল্প পরিচালক এমআই গোলদার, টিম লিডার ড. আব্দুল ওহাব, সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার রায়, কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ, কোস্ট গার্ড নিজামপুরের সিসি আলীমুজ্জামান, মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ। কর্মশালায় মৎস্য ব্যবসায়ী, মাঝি সমিতি, জেলে সমিতি, আড়ত মালিক, ক্ষুদ্র জেলেসহ আন্ধারমানিক নদীর দুই পাড়ের ইলিশ সংরক্ষণ দলের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
×