ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্গাপুরে ডন বস্কো কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিত: ২০:১১, ১১ মে ২০১৬

দুর্গাপুরে ডন বস্কো কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর (নেত্রকোনা) ॥ দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া গ্রামে মঙ্গলবার বিকাল ৫ টায় ডন বস্কো কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাদার ফ্রান্সিস এলেনচারী। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ধর্ম প্রদেশের ধর্মপাল বিশপ পনেন পল কুবি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল পারভেজ, বিরিশিরি ইউ,পি চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহু, ফাদার শিমন হাচ্চা। অন্যান্য অতিথিরা হলেন বিভিন্ন প্যারিস থেকে আগত ফাদারগন ,সিস্টারগন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষিকা সাংবাদিক সহ সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র/ছাত্রীবৃন্দ। ২০০৯ সালে দুর্গাপুরের বিরিশিরি‘র উৎরাইলে সালেন্সিয়ান অব ডন বস্কো সম্প্রদায়ের আগমন হয়। ফাদার ফ্রান্সিস এলনচারীর হাত ধরে। বিশ্বের ১৩২ টি দেশে সালেন্সিয়ান অব ডন বস্কো কাজ করছে। ২০০৯ সালে অত্র অঞ্চলে আগমনের পর উৎরাইলে সেন্ট জেভিয়ার্স একটি নিম্ম মাধ্যামিক বিদ্যালয় স্থাপন করেন। এর পার্শ্বেই তেুলুঞ্জিয়া গ্রামে ১২ একর জমি ক্রয় করেন সেখানেই ডন বস্কো কলেজের ভিত্তি প্রস্তর উদ্ভোধন করলেন ময়মনসিংহ ধর্ম প্রদেশের ধর্মপাল বিশপ পনেন পল কুবি। যা ঢাকা নটরডেমের আদলে পরিচালিত হবে, আগামী ২০১৭ সালে এই কলেজটি যাত্রা শুরু করবে বলে জানান। প্রতিষ্ঠানটি যুব সমাজের গঠন দানের মাধ্যমে একজন মানুষকে নৈতিক ও মূল্যবোধে সমৃদ্ধ করে আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলার কাজে অবদান রাখবে বলে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন।
×