ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাভারে চালককে হত্যার চেষ্টা ইয়াবা বিক্রেতাদের

প্রকাশিত: ১৮:৫৭, ১১ মে ২০১৬

সাভারে চালককে হত্যার চেষ্টা ইয়াবা বিক্রেতাদের

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ ভাড়ায় যেতে রাজি না হওয়ায় সাভারে খলিল মিয়া (৩২) নামের এক প্রাইভেটকার চালককে ক্ষুর দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করেছে ইয়াবা বিক্রেতারা। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানাধীন হেমায়েতপুর বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গাড়িচালক খলিল মিয়া জানায়, সকালে হেমায়েতপুর বাসষ্ট্যান্ডে আলী হোসেন নামের এক ব্যবসায়ীর শিশু সন্তানদের স্কুলে নেয়ার জন্য তিনি প্রাইভেটকার নিয়ে সে দাঁড়িয়ে থাকে। এ সময় হেমায়েতপুর এলাকার ইয়াবা বিক্রেতা হাসমত ও তার লোকজন প্রাইভেটকার ভাড়া নিয়ে ভাকুর্তা এলাকায় যাবে বলে তাকে জানায়। এতে সে রাজি না হলে হাসমত ব্যাগ থেকে ক্ষুর বের করে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে সাথে থাকা নগদ পাঁচ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহত প্রাইভেটকার চালক খলিল সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশরিখোলা এলাকার রমিজ উদ্দিনের পুত্র। পুলিশ জানায়, এ ঘটনার সাথে জড়িত ইয়াবা বিক্রেতাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
×