ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:৫৯, ১১ মে ২০১৬

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

সুধীর বরন মাঝি, শিক্ষক হাইমচর মহাবিদ্যালয়,হাইমচর-চাঁদপুর মোবাইল- ০১৯১২-২৯৫০৮৫,০১৭৯৪৭৭৭৫৩৫ .................................................... ১। গার্ল গাইড এর মূলমন্ত্র হলো- ( র) সদা প্রস্তুত (রর) প্রতিদিন কারো না কারো উপকার করা (ররর) ঘরে বসে থাকা । নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ২।স্কাউটিং-এর প্রতিষ্ঠাতার নাম কি? (ক) জন হেনরি ডুনান্ট (খ) লর্ড ব্যাডেন পাওয়েল (গ) ডা.ফ্রেডিক এজমার্ক (ঘ)জন স্মিথ ৩।হাইকিং -এর উদ্দেশ্য কোনটি ? (ক) নির্দিষ্ট গন্তব্যে পৌছানো (খ)প্রকৃতি দেখা (গ) বই পড়া (ঘ) ঘুরে বেড়ানো ৪।কম্পাসের মাঝখানে কি থাকে ? (ক) চেইন (খ) বল (গ) কাটা (ঘ) দন্ত ৫। ব্যান্ডেজ কত প্রকার? (ক)২ প্রকার (খ) ৩ প্রকার (গ) ৪ প্রকার (ঘ) ৫প্রকার ৬। বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস কত তারিখে পালিত হয়? (ক) ৬ মে (খ) ৮ মে (গ) ১০ জুন (ঘ) ৫ জুলাই ৭। ঋওজঝঞ অওউ শব্দের অর্থ কী ? (ক) দ্রুত যোগ (খ) ভ্রমণ করা (গ) প্রাথমিক চিকিৎসা (ঘ) ড্রেসিং করা। ৮। স্কাউট প্রতিষ্ঠিত হয় কত সালে? (ক)১৯১০ সালে (খ) ১৯০৭ সালে (গ)১৯০৬ সালে (ঘ)১৯০৫ সালে ৯।অনেকে লেজবিশিষ্ট ব্যান্ডেজকে কী বলে? (ক) রোলার ব্যান্ডেজ (খ) হাতের ব্যান্ডেজ (গ) ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ (ঘ)মাল্টি টেইল ব্যান্ডেজ ১০। জিন হেনরি ডুনান্ট কোন দেশের নাগরিক? (ক) স্কটল্যান্ড (খ) সুইজারল্যান্ড (গ) চীন (ঘ) জাপান ১১।রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মূলনীতি কয়টি ? (ক) ১০ টি (খ) ৭টি (গ) ৬ টি (ঘ) ৫ টি ১২। মুসলিম বিশ্বে রেড ক্রস কি নামে পরিচিত ? (ক) রেড ক্রিসেন্ট (খ) রেড ক্রস (গ) হলদে পাখি (ঘ)রোটারি ক্লাব ১৩।ক্ষতস্থানকে ঢেকে রাখার জন্য গজ,ব্যান্ডেজ,তুলা ইত্যাদি ব্যবহারকে কি বলে? (ক) হাইকিং (খ) মস্তিক (গ) ড্রেসিং (ঘ) ট্রাকিং ১৪। হাতের ভাঙ্গা হাড় ঝুলিয়ে রাখার জন্য ব্যান্ডেজ দিয়ে বেধেকে বলেÑ (ক) স্লিং (খ) ড্রেসিং (গ) রোলার ব্যান্ডেজ (ঘ) বিশ্রাম ১৫। প্রাথমিক চিকিৎসার জনক কে? (ক) ডাক্তার পপি (খ) ডাক্তার পৌষিক (গ) ডা.ফ্রেডিক এজমার্ক (ঘ) জন হেনরি ডুনান্ট ১৬। মানচিত্র কত প্রকার ? (ক) ২ প্রকার (খ) ৩ প্রকার (গ) ৪প্রকার (ঘ) ৫প্রকার ১৭। ডা.ফ্রেডিক এজমার্ক পেশায় ছিলেন - (ক) শল্যচিকিৎসক (খ) রসায়নবিদ (গ) ইতিহাসবিদ (ঘ) হোমিও চিকিৎসক ১৮। জন হেনরি ডুনান্ট কত সালে জন্ম গ্রহন করেন ? (ক) ১৯২৮ সালের১০জুন (খ) ১৯৩০সালের ৩০জুন (গ) ১৯২৮ সালের ১০মে (ঘ) ১৯২৮ সালের ৮মে ১৯। রাজনৈতিক মানচিত্রে ব্যবহার করা হয়- (র) জেলার সীমানা নির্ধারনে রর) নদ-নদী,পাহাড় ইত্যাদি দেখানোর জন্য (ররর) কল-কারখানার অবস্থান নির্দিষ্ট করার জন্য নিচের কোনটি সঠিক ? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ২০। রেড ক্রিসেন্ট আন্দোলনের মূলনীতি হলো- (ক) মানবতা (খ) স¦াধীনতা (গ) একতা নিচের কোনটি সঠিক ? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর উত্তর ঃ ১ (ক) ২ (খ) ৩ (ক) ৪ (গ) ৫ (খ) ৬ (খ) ৭ (গ) ৮ (খ) ৯ (ঘ) ১০ (খ) ১১ (খ) ১২ (ক) ১৩ (গ) ১৪(ক) ১৫ (গ) ১৬ (ক) ১৭ (ক) ১৮ (ঘ) ১৯ (খ) ২০ (ঘ)
×