ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশ ভ্রমণে বাঘ মামার গাড়ি

প্রকাশিত: ০৫:২০, ১১ মে ২০১৬

দেশ ভ্রমণে বাঘ মামার গাড়ি

সমুদ্র হক ॥ দেশের জাতীয় প্রাণী বাঘ সংরক্ষণে জনসচেতনতা তৈরিতে নেমেছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সঙ্গে ইউএসএইড ও ওয়াইল্ড টিম যোগ দিয়ে টাইগার ক্যারাভান নামের বাঘ আকৃতির একটি বড় বাস নিয়ে দেশজুড়ে ঘুরে বেড়াচ্ছে। মঙ্গলবার এই বাস বগুড়ার কয়েকটি স্কুলের সামনে দাঁড়িয়ে বাসের ভিতরে সাজানো সুন্দরবন প্রদর্শন করে। বাসের গায়ে লেখা আছে দেশ ভ্রমণে বাঘ মামা। বাসটি এমনভাবে বানানো সামনের অংশ বাঘের মুখ আকৃতির। বাসের বাইরের অংশ বাঘের ডোরাকাটা দাগ অঙ্কিত। বাসের ভিতরে গাছগাছালি বাঘ হরিণ বানর কুমির পাখি ইত্যাদি বসিয়ে সুন্দরবনের রূপ দেয়া হয়েছে। শিক্ষার্থীরা ভ্রাম্যমাণ এই মিনি সুন্দরবন দর্শনের পর তাদের মধ্যে বাঘ ও প্রাণী রক্ষার চেতনা জাগছে। শিক্ষকগণ জীববৈচিত্র্যের বর্ণনা করছেন। প্রদর্শনের সময় বর্ণনা করা হয়, পৃথিবীতে বাঘের অস্তিত্ব কমে বর্তমানে মাত্র ৩ হাজার ২শ’তে ঠেকেছে। বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা কমে বর্তমানে দাঁড়িয়েছে মাত্র ১০৬টি। বাংলাদেশের জাতীয় প্রাণী বাঘ সংরক্ষণ করা না গেলে প্রাণীটি নিকট ভবিষ্যতে বিলুপ্ত হয়ে গিয়ে পরিবেশের বিপর্যয় ডেকে আনবে। বাঘের এমন গাড়ি দেশের প্রতিটি স্থানে যাচ্ছে। স্কুল কলেজ বিশ্বদ্যিালয়গুলোতে গিয়ে আগামী প্রজন্মের মধ্যে সচেতনতা জাগাতে এই উদ্যোগ বড় ভূমিকা পালন করবে, এমনটি আশা করে কর্তৃপক্ষ। টাইগার ক্যারাভান নামের বাসটি প্রদর্শনের সময় জনসচেতনতামূলক নাটিকা প্রদর্শিত হয়। শিক্ষার্থীর সঙ্গে অভিভাবক ও বড়রাও বাসটির ভিতরে দেখে বাঘ রক্ষায় প্রেরণা পাচ্ছে।
×