ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বকেয়া বেতন দাবিতে পটিয়ায় গার্মেন্টসে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:১৮, ১১ মে ২০১৬

বকেয়া বেতন দাবিতে  পটিয়ায় গার্মেন্টসে  বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১০ মে ॥ বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামের পটিয়ায় নিওকন গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করেছে। মঙ্গলবার দুপুরে পশ্চিম পটিয়া কলেজ বাজারের পাশে কোরিয়ান এক নাগরিকের মালিকানাধীন গার্মেন্টসে বিক্ষোভ চলে। বিক্ষোভে পাঁচ শতাধিক নারী ও পুরুষ শ্রমিক অংশ নিলে মহাসড়কে দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প ও পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মালিক পক্ষের আশ্বাসের প্রেক্ষিতে বিকেলে থানায় একটি ত্রি-পক্ষীয় বৈঠক হয়। আন্দোলনরত গার্মেন্টসের শ্রমিক মোঃ রুবেল জানিয়েছেন, বিভিন্ন অজুহাতে নিওকন গার্মেন্টেস দীর্ঘদিন শ্রমিকদের বেতন আটকে রেখেছে। বকেয়া বেতন পরিশোধের জন্য শ্রমিকরা গত মাসের ১৮ তারিখ প্রথম দফায় আল্টিমেটাম দেয়। তাতে মালিকপক্ষ কর্ণপাত না করায় শ্রমিকরা পুনরায় আন্দোলনে নামেন। ওই গার্মেন্টসে ৫৩০ নারী ও পুরুষ শ্রমিক রয়েছে। শ্রমিকদের অভিযোগ মালিক কোরিয়ান নাগরিক হলেও স্থানীয় একটি প্রভাবশালী মহল এটি মূলত নিয়ন্ত্রণ করে থাকে। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা না হলে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন। গাছে বেঁধে নারী নির্যাতন
×