ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হোটেল গেস্ট হাউস ওনার্স এ্যাসোসিয়েশনের ক্ষোভ

প্রকাশিত: ০৫:০৮, ১১ মে ২০১৬

হোটেল গেস্ট হাউস  ওনার্স এ্যাসোসিয়েশনের ক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ পর্যটন বর্ষ ঘোষণার পর অভিজাত এলাকা থেকে হঠাৎ হোটেল, রেস্তরাঁ ও গেস্ট হাউস সরিয়ে নেয়ার সরকারী সিদ্ধান্তে চরম ক্ষোভের সঞ্চার ও হতাশা দেখা দিয়েছে ওই সেক্টরে। এ সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার রাতে রাজধানীর গুলশানের লংবিচ হোটেলে এক জরুরী সাধারণ সভার আয়োজন করে ফেডারেশন অব হোটেল গেস্ট হাউস এ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স এ্যাসোসিয়েশন্স। এতে ছয় মাসের মধ্যে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা থেকে সব ধরনের হোটেল, গেস্ট হাউস ও রেস্তরাঁ সরিয়ে নেয়া আদৌ সম্ভব নয় উল্লেখ করে উপস্থিত সব সদস্য সম্মিলিত কণ্ঠে প্রতিবাদে ফেটে পড়েন। মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক, ঢাকা গার্ডেন ইনের ব্যবস্থাপনা পরিচালক ফ,ম আলাউদ্দিন মাহমুদ, ওরিয়েন্টালে হসপিটালের চেয়ারম্যান এম এইচ রহমান, বেঙ্গল ইনের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন মঞ্জু, লংবিচের ব্যবস্থাপনা পরিচালক মালিক আবুল কালাম আজাদ, চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল আলম ও এবিএ আশারাফ উদদৌলা।
×