ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁয় বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২২:৩৫, ১০ মে ২০১৬

নওগাঁয় বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ সারা পৃথিবীতে পাখির মোট প্রজাতির সংখ্যা প্রায় ৯ হাজার ৯শ’ থেকে ১০ হাজার পর্যন্ত। বাংলাদেশে শীতকালে ১৬০, গ্রীষ্মকালে ৬ এবং বসন্তকালে ১০ প্রজাতির পরিযায়ী পাখির দেখা পাওয়া যায়। সোমবার সন্ধ্যায় নওগাঁয় বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় আলোচকবৃন্দ ঠিক এমন তথ্য প্রদান করেছেন। বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে “পরিযায়ী পাখি নিধন, শিকার ও পাচার বন্ধ করি” শিরোনামে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল হান্নান। নওগাঁ জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় বাংলাদেশে পরিযায়ী পাখি সংরক্ষনের গুরুত্ব শিরোনামে মুল বক্তব্য উপস্থাপন করেন, সাবেক উপ-প্রধান বন সংরক্ষক বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সাধারন সম্পাদক এবং নেচার কনজারভেশন সোসাইটি’র প্রধান নির্বাহী পরিচালক ড. তপন দে। এ উপলক্ষে বিভিন্ন প্রকারের পরিযায়ী পাখি প্রদর্শন এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
×