ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বরিশালে পিতার হাতে প্রতিবন্ধী পুত্র খুন

প্রকাশিত: ২০:৫৫, ১০ মে ২০১৬

বরিশালে পিতার হাতে প্রতিবন্ধী পুত্র খুন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ছোট রঘুনাথপুর গ্রামে পাষন্ড পিতার হাতে খুন হয়েছে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী পুত্র মোশারেফ হোসেন খান মঞ্জু (১৮)। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে মর্গে প্রেরণ করেছেন। পুলিশ জানায়, ওই গ্রামের ওহাব খানের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সে (ওহাব) দ্বিতীয় বিয়ে করেন। তার দ্বিতীয় স্ত্রী নাসিমা বেগম প্রথমধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত ৩নং ওয়ার্ড থেকে নির্বাচিত হন। প্রথম স্ত্রীর সন্তান প্রতিবন্ধী পুত্র মঞ্জুকে প্রায়ই শারিরিক নির্যাতন করতো পাষন্ড পিতা ওহাব খান। সম্প্রতি ধারালো দা দিয়ে কুপিয়ে মঞ্জুকে গুরুতর জখম করা হয়। সোমবার সকালে তুচ্ছ ঘটনায় মঞ্জুকে গাছের সাথে বেঁধে অমানুষিক নির্যাতন করা হয়। এতে জ্ঞান হারিয়ে ফেলে মঞ্জু। দীর্ঘসময়েও তার জ্ঞান না ফেরায় ওইদিন দুপুরে স্থানীয় এক পল্লী চিকিৎসককে বাড়িতে ডেকে আনার পর ওই চিকিৎসক মঞ্জুকে মৃত বলে ঘোষণা করেন। থানার এসআই আবু হানিফ জানান, খুনের ঘটনার পর থেকেই ওহাব খান পলাতক রয়েছেন। এ ঘটনায় নিহতের মামা ফজলুল হক খান বাদি হয়ে সোমবার রাতে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
×