ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভাল ব্যবহারের জন্য চীনের ছাত্রদের ডিসকাউন্ট

প্রকাশিত: ১৮:২৫, ১০ মে ২০১৬

ভাল ব্যবহারের জন্য চীনের ছাত্রদের ডিসকাউন্ট

অনলাইন ডেস্ক ॥ চীনের এক বিশ্ববিদ্যালয়ে ভাল ব্যবহারের জন্য ক্যান্টিনে ছাত্রদের ৫০% ডিসকাউন্ট দেয়া হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় আনহুই নর্মাল ইউনিভার্সিটিতে যে ছাত্র কর্মচারীদের সাথে ভাল ব্যবহার করবে এবং তাদের সাথে দেখা `হ্যালো`, `প্লিজ`, `ধন্যবাদ` ইত্যাদি বলবে তারা এই ডিসকাউন্ট পাবে। এর ফলে দুপুরের খাবারের দাম ৬ ইউয়ান ($১.৬০) থেকে তিন ইউয়ানে নেমে আসবে। কর্মচারীদের কাজের প্রশংসা করলেও খাবারের দাম কমানো হবে। আনহুই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা জিং ফ্যাংমিং বলছিলেন, ``সম্প্রতি ছাত্ররা কিভাবে সদ্ব্যবহার শিখতে পারে, তা নিয়ে আমাদের মধ্যে ভাল একটি আলোচনা হয়। সেখানেই সিদ্ধান্ত হয় যে এই ভাল ব্যবহার শেখানোর কাজে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনকে আমরা কাজে লাগাতে পারি।`` সারা বিশ্বে অর্থের টানাটানিতে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই অভিনব পরিকল্পনার একটা আবেদন থাকলেও থাকতে পারে। কিন্তু চীনের সামাজিক যোগাযোগের মাধ্যমে এই পরিকল্পনার বেশ সমালোচনাও হচ্ছে। মাইক্রোব্লগিং সাইট সিনা ওয়েইবো-তে একজন মন্তব্য করেছেন:``ভাল আচরণ শিখতে হলে আমাকে টাকা-পয়সা খরচ করতে হবে? এটা আমি বিশ্বাস করতে পারছি না।`` একজন বলেছেন, সদ্ব্যবহারকে যখন দরাদরির অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, তখন তার মূল্য কমে যায়। আরেকজন মনে করছেন, যেখানে এমনিতেই সবার সাথে ভাল ব্যবহার করা উচিত সেখানে এটা একটা `ট্র্যাজেডি`। এর মাধ্যমে শিক্ষার্থী আসলেই কিছু শিখবে কি না, তা নিয়েও অনেকে শঙ্কা প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেছেন, ``এই ধরনের ট্রেনিং কি আমরা কি পশুপাখিকে দেই না?`` সূত্র : বিবিসি বাংলা
×