ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পোড়া রোগীর পুনর্বাসনে ফিজিওথেরাপি

প্রকাশিত: ০৭:১৭, ১০ মে ২০১৬

পোড়া রোগীর পুনর্বাসনে ফিজিওথেরাপি

আমাদের দেশে পুড়ে যাওয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতার কারণে গাড়িতে পেট্রোলবোমায় আক্রান্ত হয়ে। তাছাড়াও বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি ও কলকারখানা বা অফিস অথবা বাড়িতে প্রতিনিয়তই ঘটছে বিভিন্ন দুর্ঘটনা যার ফলে আগুনে পোড়া রোগীর সংখ্যা আরও বাড়ছে। এই পোড়া রোগীদের একটি জটিলতা হলো মাংসপেশির সংকোচন যার ফলে আক্রান্ত অঙ্গটি অকোজো হয়ে পড়ে, এই মাংসপেশির সংকোচন প্রতিরোধে প্রয়োজন সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা এখানে একজন ফিজিওথেরাপি চিকিৎসক রোগীর অবস্থার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের স্ট্রেটিং এক্সারসাইজ বা ব্যায়াম ও বিভিন্ন ধরনের অর্থোটিকস বা প্রস্থেসিসের মাধ্যমে রোগীকে পুনর্বাসন সহায়তা করে থাকেন, এর জন্য চাই দীর্ঘমেয়াদি ফিজিওথেরাপি চিকিৎসা, কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন পড়ে কিন্তু অপারেশনের আগে ও পরে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্বপুর্ণ ভূমিকা রয়েছে তাই রোগীকে পুনর্বাসনে চাই সমন্বিত চিকিৎসা। ডাঃ এম ইয়াছিন আলী বাত, ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ফোন : ০১৭১৭-০৮৪২০২
×