ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৮, ১০ মে ২০১৬

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ৩৩. নেতৃত্বের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয় হলো- র. নেতা রর. অনুসারী ররর. পরিস্থিতি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৪. একজন প্রধান ও একটি নির্দেশনা- এটি কোন নীতিমালার বক্তব্য? ক) কর্তৃত্ব ও দায়িত্ব খ) শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতা গ) আদেশের ঐক্য ঘ) নির্দেশনার ঐক্য ৩৫. ব্যক্তিত্ব পরীক্ষা যাচাই করা হয় কোনটির মাধ্যমে? ক) কাজের প্রতি আগ্রহ খ) কার্য দক্ষতা গ) আবেগ-অনুভূতি ঘ) চিন্তার গভীরতা ৩৬. শ্রমিক সংঘের অস্তিত্ব বিদ্যমান- র. বৃহদায়তন প্রতিষ্ঠানে রর. ক্ষুদ্র প্রতিষ্ঠানে ররর. মাঝারি প্রতিষ্ঠানে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. নেতৃত্ব কী? ক) নেতার কর্মকৌশল খ) নেতার গুণাবলী গ) নেতার কাজ করার ক্ষমতা ঘ) নেতার ধৈর্য ৩৮. কোনটি সারা বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে? ক) শিক্ষাব্যবস্থা খ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গ) ব্যবসায়িক কার্যক্রম ঘ) সামাজিক কার্যক্রম ৩৯. ইংরেজী ‘খবধফবৎংযরঢ়’ শব্দটির বাংলা অর্থ কী? ক) নেতা খ) নেতৃত্ব গ) নির্দেশনা ঘ) পরামর্শমূলক নির্দেশনা ৪০. নিচের কোনটি সমন্বয় সাধনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে? ক) জটিল সংগঠন কাঠামো খ) সমন্বিত উদ্দেশ্য গ) অকার্যকর যোগাযোগ ঘ) নমনীয়তা ৪১. কর্মীদের অভাববোধ থেকে যে উদ্বেগের সৃষ্টি হয় তার পরিসমাপ্তি ঘটে কীভাবে? র. লক্ষ্য পূরণের মধ্য দিয়ে রর. অভাব পূরণের মধ্য দিয়ে ররর. সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
×