ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রাফিক সার্জেন্টের চাঁদা দাবি তদন্তের নির্দেশ

প্রকাশিত: ০৬:১৮, ১০ মে ২০১৬

ট্রাফিক সার্জেন্টের চাঁদা দাবি তদন্তের নির্দেশ

কোর্ট রিপোর্টার ॥ মোঃ শরিফুল ইসলাম নামে সুপ্রীমকোর্টের এক আইনজীবী মতিঝিল ট্রাফিক জোনের সার্জেন্ট মোঃ সেলিমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন। সোমবার সকালে তিনি ঢাকা সিএমএম আদালতে এ মামলা করলে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন। আর্জিতে বলা হয়, বাদী তাঁর মোটরসাইকেল ঢাকা মেট্টো-২-১৪-৮৪০০ নিয়ে গত ৪ মে সন্ধে সাড়ে ৭ টার দিকে মতিঝিল শাপলা চত্ত্বর ধরে বাসায় ফিরছিলেন। ওই সময় ট্রাফিক জোনের সার্জেন্ট মোঃ সেলিম তার মোটরসাইকেল থামান এবং কাগজপত্র দেখতে যান। কাগজপত্র দেখার পর সব কিছু ঠিক থাকার পরও তিনি বাদীর কাছে ২ হাজার টাকা দাবি করেন এবং না দিলে গাড়ির নামে মামলা দেবেন বলে হুমকি দেন। বাদী কাগজপত্র ঠিক থাকার পরও কেন ২ হাজার টাকা দিতে হবে জিজ্ঞেস করলে আসামি বলেন, ঢাকা শহরে মোটরসাইকেল চালাতে হলে আমাকে প্রতিমাসে ২ হাজার টাকা করে চাঁদা দিতে হবে। এরপর বাদী টাকা না দেয়ায় গাড়ির ইন্স্যুরেন্স দেখাতে পারেনি উল্লেখ করে সার্জেন্ট সেলিম গাড়ির বিরুদ্ধে মোটরযান আইনে মিথ্যা মামলা দিয়ে বাদীর হাতে স্লিপ ধরিয়ে দেন। সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে সেমিনার ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) আয়োজনে ‘সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জ ও সম্ভাবনা : বাংলাদেশ প্রেক্ষাপট’ বিষয়ক সেমিনার সোমবার মিরপুর সেনানিবাসের এনডিসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সেমিনারে প্রধান অতিথি এবং বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি আওবার্ট বিশেষ অতিথি ছিলেন। -আইএসপিআর পানির জন্য হাহাকার রাজধানীর বিভিন্ন স্থানে চলছে পানির জন্য হাহাকার। পানির অভাবে অনেক পরিবার দুর্ভোগে কাটাচ্ছে দিনের পর দিন। মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় বিশুদ্ধ পানি সংগ্রহের জন্য দীর্ঘলাইন। ছবিটি সোমবার জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রীর তোলা হারিয়ে যাচ্ছে পাখি ইট পাথরের এই শহর থেকে যেন হারিয়ে যেতে বসেছে চিরচেনা পাখি। খাদ্য ও বাসস্থান স্বল্পতার কারণে হারিয়ে যাচ্ছে এসব পাখি। প্রাণী বিজ্ঞানীরা বলছেন, অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারলে আবার পাখির ডাকে ঘুম ভাঙবে ঢাবাবাসীর। সোমবার সোহরাওয়ার্দী উদ্যান থেকে ছবি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×