ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেনসিডিল বিক্রেতার যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:৩৮, ১০ মে ২০১৬

ফেনসিডিল বিক্রেতার যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস ॥ ফেনসিডিল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদ-াদেশ প্রদান করেছে আদালত। দ-িত ব্যবসায়ীর নাম ফয়সাল করিম। সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম শাহে নূরের আদালত এ রায় প্রদান করেন। একই রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। উল্লেখ্য, ২০০৯ সালে ১৩ জুন রাত সাড়ে ১০টার দিকে সদরঘাট এলাকার ব্যবসায়ী মোঃ ফয়সাল করিমকে গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। ফরিদপুরের তিন জন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, থেকে জানান, এক অটোচালককে হত্যার দায়ে তিন জনকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে আদালত। সোমবার বিকেলে ফরিদপুরে জেলা ও দায়রা জজ জাহিদুল ইসলাম এই রায় দেন। দ-প্রাপ্তরা হলেন, ভাঙ্গা উপজেলার ভাঙ্গারদিয়া গ্রামের ওসমান চোকদার ও হাসান চোকদার এবং একই উপজেলার রামকান্দি গ্রামের মামুন মাতুব্বর। জুডো-কারাত প্রশিক্ষণ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীর ৫০ ছাত্রীকে এক মাসব্যাপী জুডো-কারাত ট্রেনিং দেয়া হচ্ছে। প্রধান শিক্ষক মহেন্দ্র নাথ রায় জানান, ছাত্রীরা প্রায়ই অভিযোগ করে, বাড়ি থেকে স্কুলে আসা-যাওয়ার পথে বখাটেরা তাদের উত্ত্যক্ত করে। ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে জুডো-কারাত প্রশিক্ষণের আয়োজন করা হয়। স্বাস্থ্য বিষয়ক কর্মশালা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৯ মে ॥ সোমবার রানীনগর উপজেলার বিভিন্ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে স্যানেটারি ন্যাপকিন বিতরণ ও বয়োসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রানীনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলামের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব।
×