ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে বিএসআরএমের আইআরএস চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৪:৩০, ১০ মে ২০১৬

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে বিএসআরএমের আইআরএস চুক্তি স্বাক্ষর

বিএসআরএম স্টিল মিলস লিমিটেড তাদের প্রথম ইন্টারেস্ট রেট সোয়াপ (আইআরএস) চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে, যা ইউএস ডলারের ইন্টারেস্ট রেট পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকি নিয়ন্ত্রণে রাখবে। এ গুরুত্বপূর্ণ চুক্তিটি এমনভাবে করা হয়েছে যেন তা ইউএস ডলারে ঋণ গ্রহণের ক্ষেত্রে স¤পৃক্ত যে ফ্লোটিং ইন্টারেস্ট রেটের ঝুঁকি আছে সেটা নিয়ন্ত্রণে রাখতে বিএসআরএমকে সহায়তা করে। এ ডেরাইভেটিভটির মাধ্যমে, বিএসআরএম প্রকৃতপক্ষে বর্তমানে যে অপেক্ষাকৃত কম হারে ডলার মূল্যায়িত হচ্ছে সে সুবিধা নিয়ে ৫ বছরের জন্য তাদের ফ্লোটিং রিস্ক লায়াবিলিটি স্থির করে ফেলেছে। ডলারের ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে লিবর রেটে যে বৃদ্ধি হয়েছে সে বিবেচনায় বিএসআরএমের এ সময়োপযোগী উদ্যোগ তাদের অর্থের আদানপ্রদানে আরও স্বচ্ছতা এবং ব্যালেন্স শিট ব্যবস্থাপনায় আরও সাবধানতার সুযোগ তৈরি করবে। -বিজ্ঞপ্তি জনপ্রিয় হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো চাষ অর্থনৈতিক রিপোর্টার ॥ গত কয়েক বছর ধরেই গ্রীষ্মকালে টমেটো আবাদ করে লাভবান হচ্ছেন দিনাজপুরের কৃষকরা। এ বছরও ফলন ভাল হওয়ায় দামও ভাল পাচ্ছেন তারা। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা করে। এক সময় শীতকালীন সবজি হিসেবে পরিচিতি পেলেও এখন বছরজুড়েই চাষ হচ্ছে টমেটো। দিনাজপুরে বেশ কয়েক বছর ধরে গ্রীষ্মকালে নাবিজাতীয় টমেটো আবাদ করছেন কৃষকরা। ফলনও হচ্ছে ভাল। দিনাজপুরে ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত আবহাওয়া ঠা-া থাকায় কিছুটা দেরিতে টমেটো আবাদ করা হয়। বাগেরহাটে করদাতা উদ্বুদ্ধকরণ সভা বাগেরহাট কাস্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগের আয়োজনে জেলার ব্যবসায়ীদের নিয়ে করদাতা উদ্বুদ্ধ করন বিষয়ক সেমিনার সকালে অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় কর কমিশনার কে, এম অহিদুল আলমের সভাপতিত্বে জেলা পরিষদ অডিটরিযমে এ সভায় প্রধান অতিথি ছিলেন, আলহাজ এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। আরও বক্তব্য দেন, চেম্বার সভাপতি মোঃ শাহজাহান মিনা, সহকারী বিভাগীয় কর কমিশনার মোঃ মাহমুদুল হাসান, কর কমিশনার মোঃ আব্দুল কাইউম, রাজস্ব কর্মকর্তা মালেক সরকার, নাজির আহম্মেদ অলক, তুষার কান্তি রায়, নিলয় কুমার ভদ্র প্রমুখ। সভায় ব্যবসায়ীরা যথাযথ কর পরিশোধে অঙ্গীকার করেন। -স্টাফ রিপোর্টার, বাগেরহাট
×