ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হিলারিকে সমর্থন করবেন অনেক রিপাবলিকান

প্রকাশিত: ০৪:২৬, ১০ মে ২০১৬

হিলারিকে সমর্থন করবেন অনেক রিপাবলিকান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন বলেছেন, রিপাবলিকানদের অনেকেই তার দিকে ঝুঁকছেন। তারা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেয়ার বদলে নির্বাচনী দৌড়ে হিলারির সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অন্ষ্ঠুানে এক সাক্ষাতকারে হিলারি বলেন, যেসব রিপাবলিকান ধনকুবের ট্রাম্পকে সমর্থন দিতে অনিচ্ছুক তাদের বলয়ে তিনি পৌঁছে গেছেন। অনুষ্ঠিনটি রবিবার সম্প্রচারিত হয়। যুক্তরাষ্ট্রের সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি ডেমোক্র্যাটের বাইরে রিপাবলিকান, স্বতন্ত্রসহ সকল ভোটারের কাছে পৌঁেছ গেছি, যারা এমন একজন প্রার্থী চাচ্ছেন যিনি ইস্যুভিত্তিক প্রচারণা চালাচ্ছেন। হিলারি বলেন, আমি জনগণকে এ প্রচারে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি এবং শেষ সময় পর্যন্ত যেসব রিপাবলিকানের এ বিষয়ে কিছু বলার রয়েছে তাদের কাছে পৌঁছানোর ব্যাপারে আমার প্রবল আগ্রহ রয়েছে। উল্লেখ্য, ট্রাম্পকে নিয়ে রিপাবলিকান দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। দেশটির শীর্ষস্থানীয় নির্বাচিত রিপাবলিকান কর্মকর্তা হাউস স্পীকার পল রায়ান এবং দলটি থেকে নির্বাচিত সাবেক দুই প্রেসিডেন্ট সিনিয়র ও জুনিয়র বুশসহ সিনিয়র অনেক সদস্যই ট্রাম্পর্কে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন। -বিবিসি আফগানিস্তানে ৬ তালেবান জঙ্গীর ফাঁসি কার্যকর আফগানিস্তানে ছয় তালেবান জঙ্গীকে ফাঁসি দেয়া হয়েছে। ২০১৪ সালে আশরাফ গনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেয়ার পর এই প্রথম মৃত্যুদণ্ড কার্যকর হলো। গোষ্ঠীটি ‘গণহত্যা এবং জননিরাপত্তার জন্য হুমকি’ বলে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বলা হয়েছে। গেল মাসে রাজধানী কাবুলে তালেবান হামলায় ৬৪ জন নিহত হওয়ার পর প্রেসিডেন্ট গনি এই উগ্রপন্থী গোষ্ঠীটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেন। আফগান টেলিভিশন প্রতিবেদন থেকে জানা গেছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তালেবান জঙ্গীদের মধ্যে দু’জন ২০১১ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রাব্বানিকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন। প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বলা হয়েছে, ফাঁসি কার্যকর হওয়াদের সবাই আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হয়েছিলেন। গেল মাসে কাবুলে হামলার পর প্রেসিডেন্ট গনি ঘোষণা দিয়েছিলেন, তালেবান জঙ্গীদের শাস্তির বিষয়ে কোন ‘ক্ষমা প্রদর্শন করা হবে না’। ২০০১ সালে তালেবান গোষ্ঠী ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আফগান সরকারের বিরুদ্ধে ধারাবাহিক হামলা-সহিংসতা চালিয়ে আসছে। -বিবিসি
×