ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গেজেটে ২২ নৌ কমান্ডো-মুক্তিযোদ্ধাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত স্থগিত

প্রকাশিত: ০২:০৬, ৯ মে ২০১৬

গেজেটে ২২ নৌ কমান্ডো-মুক্তিযোদ্ধাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত স্থগিত

স্টাফ রিপোর্টার॥ গেজেটভুক্ত ৪৭৯ নৌ কমান্ডো-মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে ২২ জনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ অন্তর্র্বতীকালীন এ আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম। তাকে সহায়তা করেন ব্যারিস্টার গালিব আমিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। পরে তৌফিক ইনাম বলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে ৪৭৯ জন মুক্তিযোদ্ধাগণ ভারত হতে নৌকমান্ডো ট্রেনিং সম্পন্ন করে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। ২০০১ সালে নৌ কমান্ডো মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করে সরকার। পরবর্তীতে ২০০৪ সালের ১৫ জুন এবং ২০০৫ সালের ১৭ এপ্রিল ৪৭৯ জন নৌ কমান্ডোদের নাম মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করা হয়। ওই সময় থেকে তারা নিয়মিত মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা পেয়ে আসছেন। হঠাৎ করে ৭ এপ্রিল ২৪ জনকে গেজেট থেকে বাদ দেওয়া হয়। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আবু হান্নান সরকারসহ ২২ জন মুক্তিযোদ্ধা ৮ মে হাইকোর্টে রিট করেন।
×