ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে মন্দিরের প্রতিমা ভাংচুর

প্রকাশিত: ০০:১৯, ৯ মে ২০১৬

বাগেরহাটে মন্দিরের প্রতিমা ভাংচুর

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি সার্বজনীন দূর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুবৃর্ত্তরা। রবিবার রাতের কোন এক সময় মন্দিরের তিনটি প্রতিমার মাথা ও একটি হাত ভেঙ্গে ফেলে। সোমবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং দুবৃর্ত্তদের ধরতে অভিযান শুরু করেছে। চুলকাঠি সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি দ্বিপংকর সাধু বলেন, সোমবার সকালে মন্দিরে প্রনাম করতে এসে প্রতিমা ভাংচুরের বিষয়টি নজরে আসে। দূর্গা, স্বরস্বতি, ও কার্তিক প্রতিমার তিনটি মাথা ও অপর একটির হাত ভাঙ্গা দেখতে পাওয়া যায়। তখন পুলিশকে অবহিত করা হয়। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, মন্দিরের প্রতিমার মাথা ও হাত ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ঐ মন্দিরের দুটি ভাল্ব (লাইট) চুরি করে এবং প্রতিমার মাথা ভাংচুর করে দুবৃর্ত্তরা। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
×