ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিমানের জানালা কেন গোলাকার?

প্রকাশিত: ২০:২৭, ৯ মে ২০১৬

বিমানের জানালা কেন গোলাকার?

অনলাইন ডেস্ক॥ বিমানের আকার নিয়ে বহুকাল থেকেই নানা পরীক্ষা-নিরীক্ষা চলে এসেছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বারবার বদলাতে হয়েছে বিমানের জানালার আকারও। আগে বিমানের জানালা ছিল চার কোণা। ১৯৫৩ সালে দু’টি ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা যান ৫৬ জন যাত্রী। এর অনুসন্ধানে ইঞ্জিনিয়াররা বুঝতে পারেন যে দুর্ঘটনার আসল কারণ বিমানের জানালা। আসলে চার কোণা জানালার ৪টি কোণ থাকায় বায়ুর চাপ অনেক বেশি হয়। জানালার উপরে সমান ভাবে বায়ু চাপ দেয় না। কোণগুলিতেই চাপ বেশি থাকে। ফলে জানালা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে ঘটতে পারে বিমান দুর্ঘটনা। জানালা গোলাকার হলে জানালার উপরে বায়ুর চাপ সমান ভাবে ছড়িয়ে পড়ে। তাতে জানালা ভেঙে গিয়ে দুর্ঘটনার সম্ভাবনাও থাকে না।
×