ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুখ খুললেন ওয়াসিম আকরাম

প্রকাশিত: ০৬:৩৫, ৯ মে ২০১৬

মুখ খুললেন ওয়াসিম আকরাম

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান ক্রিকেটে আলোচনার শেষ নেই। এতদিন কথা হয়েছে কোচ নিয়োগ নিয়ে, এবার কোচ পাওয়ার পরও সেটি থেমে নেই। এত এত সাবেক গ্রেট থাকতে বিদেশী কেন? এমন প্রশ্ন তুলছেন অনেকে। কেউ কেউ আবার ওয়াসিম আকরাম-রমিজ রাজাদের নিয়ে গঠিত নিয়োগ কমিটির সমালোচনায়। হাইপ্রোফাইল মিকি আর্থারকে নিয়োগ দেয়ার পর মুখ খুললেন আকরাম। সাবেক গতি তারকা বললেন, ‘এটা কেমন ব্যবহার? একজন সাবেক খেলোয়াড় বললেন, আমি সোজা চেয়ারম্যানের সঙ্গে কথা বলব, তার কাছে আবেদন করব। কারও মানসিকতা এমন হলে তিনি কিভাবে ভাবেন পাকিস্তান দলের সঙ্গে কাজ করতে পারবেন।’ ওয়াকার ইউনুস কোচের চাকরি ছাড়ার পর দু’জন সাবেক ক্রিকেটারের নাম এসেছে। মহসিন খান ও আকিব জাভেদ। কিন্তু আকরাম-রমিজ বিদেশীদের প্রতি আগ্রহী হওয়ায় শেষ পর্যন্ত নিজের অবস্থান পরিবর্তন করেন জাভেদ। আর মহসিন বলেছেন, তাদের মতো জুনিয়রদের নিয়ে গঠিত কমিটির কাছে আবেদন করবেন না! সেদিকে ইঙ্গিত করেই আকরাম একথা বলেন। এ প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘সম্মান হচ্ছে দেয়া-নেয়ার ব্যাপার। লোকে তখনই আপনাকে সম্মান করবে যখন আপনার মধ্যে অন্যকে সম্মান জানানোর অভ্যাস তৈরি হবে। আমাদের কাজ ছিল কোচ নির্বাচনে বোর্ডকে (পিসিবি) সহায়তা করা। এর বেশি কিছু নয়।’ শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাবেক কোচ মিকি আর্থারের সঙ্গে চুক্তি চূড়ান্ত করে পিসিবি। তবে কোচ রাতারাতি সব বদলে দেবেন, এমনটা আশা করা ঠিক নয় বলেও মনে করেন আকরাম। নতুন প্রধান নির্বাচক ইনজামাম-উল হক প্রথমবারের মতো দল নির্বাচন করেছেন। ইংল্যান্ড সফরের সম্ভাব্য দলে শৃঙ্খলা ভঙ্গের কারণে নেই আহমেদ শেহজাদ ও উমর আকমল। বাদ পড়েছেন আলোচিত শহীদ আফ্রিদিও। এ নিয়ে আকরামের বক্তব্য, ‘শুধু শৃঙ্খলার কারণে কাউকে যদি বাদ দেয়া হতো তাহলে আমাদের যুগের অনেকের, এমনকি আমারও পাকিস্তানের হয়ে খেলা হতো না। ক্রিকেটে পারফর্মেন্স খুব গুরুত্বপূর্ণ।’
×