ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বেঙ্গল আর্ট লাউঞ্জের শেষ প্রদর্শনী ‘ইনটিমিট ফিয়ারস’

প্রকাশিত: ০৬:৩২, ৯ মে ২০১৬

বেঙ্গল আর্ট লাউঞ্জের শেষ প্রদর্শনী ‘ইনটিমিট ফিয়ারস’

স্টাফ রিপোর্টার ॥ গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হয়েছে শিল্পী আনিসুজ্জামান সোহেলের ‘ইনটিমিট ফিয়ারস’ শীর্ষক ড্রইং, অবজেক্টস ও ইন্সলেশনভিত্তিক দ্বিতীয় একক প্রদর্শনী। শনিবার সন্ধ্যায় এ প্রদর্শনী উদ্বোধন করেন বাংলাদেশে অস্ট্রেলিয়ান হাইকমিশনার এইচ ই গ্রেগ উইলকক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক শিশির ভট্টাচার্য। প্রদর্শনীতে আনিসুজ্জামান সোহেল তুলে ধরেছেন ব্যক্তির বিচ্ছিন্নতা, প্রকৃতির জন্য আকুলতা ও প্রতিনিয়ত নিয়মের বেড়াজালে সবকিছু ঢেকে যাওয়া। ভয়ানক এবং কখনও আতঙ্কজনক বিষয় সোহেলের শিল্পকর্মে উঠে এসেছে। কিছু শিল্পকর্মে অস্ত্র ব্যবহৃত হয়েছে। অঙ্গহানিসহ বিভিন্ন আকৃতির মাথার খুলিও ব্যবহার করেছেন তিনি। কিন্তু শিল্পকর্মে ব্যবহৃত এসব উপাদান গতানুগতিক নাটকীয়ভাবে দর্শকদের সামনে উপস্থাপন করেননি সোহেল। তাঁর ড্রইংয়ের রেখাগুলো স্পষ্ট এবং শিল্পকর্মগুলো অনিন্দ্য। শিল্পীর গবেষণালব্ধ এসব কাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে এর অমিল এবং তীব্র বৈপরীত্য। এর ফলে তাঁর শিল্পকর্মে এক ধরনের বিপরীতধর্মিতা তীব্রভাবে ফুটে উঠেছে। কিছু চিত্রে কমনীয় প্রাকৃতিক উপাদান যোজনা করে মনুষ্যনির্মিত স্থাপনার বিরুদ্ধাচারণ করেছেন শিল্পী। প্রজাপতির ডানা কেটে বুলেটের আকৃতি দেয়া ও ধারালো ছুরির ওপর বিশ্রামরত মোহনীয় পাখি তমসাচ্ছন্নতারই ইঙ্গিত। এর মধ্য দিয়ে এ ধারণাই প্রতিষ্ঠা পায় যে, এটি আত্মনির্মিত ফাঁদ। মানুষ নিজেই পদদলিত করছে রমণীয় উদ্যান; পরিণতিতে হারিয়ে গেছে স্বর্গ। বেঙ্গল আর্ট লাউঞ্জের শেষ আয়োজন ‘ইনটিমিট ফিয়ারস’। এই প্রদর্শনীর পর এ শিল্পাঙ্গনে আর এ ধরনের প্রদর্শনী অনুষ্ঠিত হবে না। প্রদর্শনী চলবে ৪ জুন পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
×