ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনার মেধাবী ছাত্র রাজন ব্লাড ক্যান্সারে আক্রান্ত, বাঁচাতে এগিয়ে আসুন

প্রকাশিত: ০৬:১৩, ৯ মে ২০১৬

  খুলনার মেধাবী ছাত্র রাজন ব্লাড ক্যান্সারে আক্রান্ত, বাঁচাতে এগিয়ে আসুন

স্টাফ রিপোর্টার ॥ পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্র রূপক আহম্মেদ রাজন দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। মাত্র ১১ বছর বয়সেই রাজনের জীবন প্রদীপ নিভে যেতে বসেছে। দেশের বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা করানো হয়েছে। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছে। জরুরীভিত্তিতে উন্নত চিকিৎসা দেয়া হলে রোগীকে সুস্থ করে তোলা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ৬ লাখ টাকা। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাদের বাড়ি খূলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা দীঘির পশ্চিমপাড় এলাকায়। রাজনের বাবা রাজু আহম্মেদ বাসে বাসে ফেরি করে খাতা, কলম ও মানিব্যাগ বিক্রি করে সংসার চালান। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রাজনের থেরাপিসহ অন্যান্য চিকিৎসা শুরু করতে পারছেন না তার অসহায় পিতা। বর্তমানে টাকার অভাবে শিশুটির চিকিৎসা বন্ধ রয়েছে। এমতাবস্থায়, শিশু রাজনের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে- ০১৭৪৭৭৮৭৮১৭। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- রাজু আহম্মেদ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি:, গল্লামারী শাখা, খুলনা, হিসাব নং ০৯৬১১২০০৪৩৬০৪। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×