ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

১৫ মে থেকে খুলনা বিভাগে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ০৫:৫৬, ৯ মে ২০১৬

১৫ মে থেকে খুলনা  বিভাগে ৪৮ ঘণ্টার  পরিবহন  ধর্মঘট

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দু’দফা বাস্তবায়নের দাবিতে ১৫ মে সকাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সকল রুটে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট আহ্বান করেছে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমিটি। রবিবার বিকেলে যশোর শহরতলীর চাঁচড়ায় সড়ক ভবনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। সমাবেশে খুলনা বিভাগের ১০ জেলার মালিক ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে জানানো হয়- মানিকগঞ্জের ঘিওর থানায় দায়ের করা সড়ক দুর্ঘটনার একটি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে প্রভাব বিস্তার করা হচ্ছে। এ ছাড়া ঐ ঘটনায় সরকারের ক্ষতিপূরণ আইনের পরিপন্থী ভাবে দায়ের দুটি মামলা প্রত্যাহারের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। এ অবস্থায় ১৫ মে সকাল ৬টা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সকল রুটে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করা হবে। সমাবেশে ঐক্য পরিষদের নেতা আলী আকবর, আব্দুর রহিম বক্স দুদু, আজিজুল আলম মিন্টু, রমেন ম-ল, এম, জেনারেল ইসলাম, ইকু চৌধুরী বক্তব্য রাখেন।
×