ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেরপুরে পরাজিত চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জনকে আসামী করে মামলা

প্রকাশিত: ০১:৪৩, ৮ মে ২০১৬

শেরপুরে পরাজিত চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জনকে আসামী করে মামলা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে ইউপি নির্বাচনে জোরপূর্বক সাদা ব্যালটপেপারে সিল মারতে ব্যর্থ হয়ে কেন্দ্রে হামলা ও লাঞ্ছিত করার অভিযোগে এক পরাজিত চেয়ারম্যান প্রার্থীসহ ১১জনকে স্বনামে ও অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন এক প্রিজাইডিং অফিসার। ৭ মে শনিবার রাতে সদর থানায় ওই মামলাটি দায়ের হলে রাতেই তা রেকর্ড হয়। তবে রবিবার বিকেল পর্যন্ত মামলার কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা যায়, শনিবার বেলা আড়াইটার দিকে সঙ্গীয় লোকজন নিয়ে অতর্কিতে শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মুহাম্মদ মঞ্জুরুল ইসলামের কাছে সাদা ব্যালটপেপার বহি দাবি করেন ওই ইউনিয়নে জাসদ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান। কিন্তু প্রিজাইডিং অফিসার ব্যালট বহি দিতে অপারগতা প্রকাশ করলে চেয়ারম্যান প্রার্থী খলিল তার শার্টের কলার ধরে টেনে হিচড়ে তাকে লাঞ্ছিত করেন। এক পর্যায়ে খলিলের লোকজন তার হাতে থাকা একটি মোবাইল সেটসহ কিছু নগদ টাকা ছিনিয়ে নেয় এবং নির্বাচনী সরঞ্জামাদি ভাংচুর করে। ওই ঘটনায় রাতে প্রিজাইডিং অফিসার বাদী হয়ে সরকারি কর্তব্যকাজে বাঁধা, মারপিট, ছিনতাই ও ভাংচুরের অভিযোগে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান ও তার বড়ভাই আব্দুল জলিলসহ ১১ জনকে স্বনামে ও অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনকে আসামী করা হয়েছে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ওই ঘটনা ও মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। আসামীদের গ্রেফতারেও চলছে তৎপরতা।
×