ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্বাচন উত্তর সহিংসতায়: ঠাকুরগাঁওয়ে এবার মহিলার মৃত্যূ

প্রকাশিত: ০১:৩৫, ৮ মে ২০১৬

নির্বাচন উত্তর সহিংসতায়: ঠাকুরগাঁওয়ে এবার মহিলার মৃত্যূ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও॥ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নে নির্বাচন উত্তর দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষে এবার এক মহিলা মারা গেছে। এ নির্বাচনে এই উপজেলায় এবার ৩ জন মারা গেল। স্থানীয় লোকজন জানায়, শনিবার ৪র্থ দফা নির্বাচনে বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি গ্রামের ইউপি সদস্য প্রার্থী সলেমান আলী বিজয়ী হন। ফলাফল ঘোষণার পর রাত ৯টার দিকে তার কর্মীরা একই গ্রামের মেম্বার প্রার্থী গুল মোহাম্মদের কর্মীদের বাড়িতে হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে বেউরঝাড়ি গ্রামের আব্দুল গনির স্ত্রী আসমা বেগম (৪০) ঘটনাস্থলে প্রাণ হারায়। মৃত্যূর খবর ছড়িয়ে পড়লে আক্রমনকারীরা সটকে পড়ে। ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনার খবর শুনে পুলিশ সে গ্রামে গিয়ে আসমার লাশ দেখতে পাই। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। শনিবারের নির্বাচনী সহিংসতায় পুলিশের গুলিতে পাড়িয়া ইউনিয়নে মাহবুব (১৮) নামে যে ব্যক্তি মারা গেছে রবিবার তার ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। গুরুতর আহত অন্য দু’জন রংপুর মেডিকেলে চিকিৎসা নিতে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পূর্ব পাড়িয়া গ্রামের নজমূল ইসলামের ছেলে আজিজুর রহমান (৩০) মারা যায় বলে তার আত্মীয় স্বজন নিশ্চিত করেছে ।
×