ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু : ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

প্রকাশিত: ০০:৫৩, ৮ মে ২০১৬

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু : ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার॥ সুনামগঞ্জের উত্তর ধর্মপাশা উপজেলায় মধ্যনগরে সংযোগ লাইনে ক্রুটির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আদালতের জারি করা অপর এক রুলে নিহতদের পরিবারকে ৪ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ কেন দেয়া হবে না’ তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সচিব, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, সুনামগঞ্জের ডিসি, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ জোনের ব্যবস্থাপক ও মধ্যনগর থানার ওসিসহ সংশ্লিষ্টদেরকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রবিবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণাদেব নাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অমিত দাশগুপ্ত।
×