ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে দু’ ইউপির ফলাফল স্থগিত

প্রকাশিত: ০০:৩০, ৮ মে ২০১৬

মুন্সীগঞ্জে দু’ ইউপির ফলাফল স্থগিত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে দু’ ইউপির ফলাফল স্থগিত করা হয়েছে। শনিবার ১৫ ইউপির নির্বাচনে ১৩টির ফলাফল ঘ্ষোণা করা হয়। কিন্তু ফলাফল ঘোষণা হয়নি সদর উপজেলার রামপাল ইউপি এবং টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউপির। স্থগিত থাকা সদরের রামপাল ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বাচ্চু শেখ ৩২৯৮ ভোটে এগিয়ে আছেন। স্থগিত হওয়া কেন্দ্রটির ভোট সংখ্যা ৩৩৫২। আর ৫৪ ভোট বেশী পেলেই তাকে বিজয়ী ঘোষণা করা যেত। টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউপিতে আওয়ামী লীগের আলমাস চোকদার এগিয়ে আছেন বিএনপি প্রার্থী খায়রুল কবিরের চেয়ে ৭৮ ভোট বেশী পেয়ে। স্থগিত হওয়া কেন্দ্র দু’টির ভোট সংখ্যা ৩৮৩৭। জেলা নির্বাচন অফিসার ফয়সাল কাদের জানান, নির্বাচন কমিশনের অনুমোদন স্থগিত হওয়া কেন্দ্র ৩টিতে পুনঃ তফসিল ঘোষণার মাধ্যমে আবার ভোট গ্রহন অনষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এই তারিখ নির্ধারিণ করবে।
×