ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জিনিস পত্রের দাম হু হু করে বেড়ে চলছে: রিজভী

প্রকাশিত: ০০:১৭, ৮ মে ২০১৬

জিনিস পত্রের দাম হু হু করে বেড়ে চলছে: রিজভী

স্টাফ রিপোর্টার ॥ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম হু হু করে বেড়ে চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অনেক টাকা দিয়ে সামান্য পরিমান আনাজ-পাতি কেনা যায়, ঢাকাসহ সারাদেশের একই অবস্থা। সাধারণ মানুষের মধ্যে এক গুমোট পরিস্থিতি বিরাজ করছে। রবিবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, গুম ও হত্যাসহ দেশে বিরাজমান সন্ত্রাস ও সহিংসতার কারণে গণতন্ত্র অন্ধকারে হারিয়ে গেছে। তিনি বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ কিছু মানুষের বেতন-ভাতা বৃদ্ধি করা হয়েছে। অথচ দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ওপর এর খড়গ নেমে এসেছে। কারণ যারা বেতন বৃদ্ধির সুবিধা পাননি তারাই বৃহত্তর জনগোষ্ঠী। সরকারি কর্মকর্তা ও কর্মচারির বেতন কিছুটা বৃদ্ধি হলেও জীবনযাত্রার মান এতটাই বৃদ্ধি পেয়েছে যে, এ বেতন বৃৃদ্ধিতেও তাদের হিমশিম খেতে হচ্ছে। বাড়ী ভাড়া, গ্যাস-বিদ্যূৎ ও পানির বিল প্রায় দ্বিগুণ বেড়েছে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের এখন নাভিশ্বাস উঠেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
×