ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামায়াতের কথিত হরতালে সাড়া মেলেনি রাজশাহীতে ॥ গ্রেফতার ৩

প্রকাশিত: ২৩:৪৪, ৮ মে ২০১৬

জামায়াতের কথিত হরতালে সাড়া মেলেনি রাজশাহীতে ॥ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ শীর্ষ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর রিভিউ খারিজের প্রতিবাদে জামায়াতের ডাকা কথিত হরতালে এবারো সাড়া মেলেনি রাজশাহীতে। রবিবার সকাল ৬টা থেকে হরতাল শুরুর কথা থাকলেও কোথাও হরতালের বিন্দুমাত্র প্রভাব লক্ষ্য করা যায়নি। জামায়াত-শিবিরের কোনো নেতাকর্মীকেও হরতালের সমর্থনে পিকেটিং করতে দেখা যায়নি। ফলে নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রা চলছে স্বাভাবিক নিয়মেই। তবে হরতালের নামের নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকেই অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়। জোরদার করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর টহল। সকাল থেকে রাজশাহী-ঢাকাসহ বিভিন্ন রুটের দূর পাল্লার বাস চলাচল করছে স্বাভাবিকভাবেই। স্বাভাবিক আন্ত:জেলা রুটের বাস চলাচলও। সকাল থেকেই মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট, গোরহাঙ্গা রেলগেইট, শিরোইল বাস টার্মিনাল এলাকায় যানজট বাড়তে দেখা গেছে। এছাড়া সব ধরণের হালকা যানবাহন চলাচল করছে নির্বিঘেœ। রাজশাহী রেলস্টেশন থেকে সব ট্রেন যথাসময়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, হরতালের নামে যেকোন নাশকতা ঠেকাতে মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, আর্ম পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে রাজশাহীর বাঘা পৌর জামাতের আমির অধ্যাপক সাইফুল ইসলামসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, হরতালের নামে নাশকতার পরিকল্পন ছিল পৌর জামাতের। এমন তথ্যের ভিত্তিতে পৌর জামাতের আমির সাইফুল ইসলাম, উপজেলা জামাতের সদস্য আকরাম আলী ও সাজেদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
×