ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রমজান মাসে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির সম্ভাবনান নেই॥ সংসদীয় কমিটি

প্রকাশিত: ২৩:১৫, ৮ মে ২০১৬

রমজান মাসে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির সম্ভাবনান নেই॥ সংসদীয় কমিটি

অর্থনৈতিক রিপোর্টার॥ দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পর্যাপ্ত মজুদ আছে। তাই আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির সম্ভাবনা নেই বলে মনে করে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। জাতীয় সংসদ ভবনে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে রবিবার এমন আলোচনা হয়। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পর্যাপ্ত মজুদ আছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির সম্ভাবনা নেই। বৈঠকে আরও জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয় থেকে গঠিত বাজার মনিটরিং সেল কর্তৃক প্রতিনিয়ত বাজার পরিদর্শনপূর্বক দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে মনিটরিং করা হচ্ছে। বৈঠকে প্রধান আমদারি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। বৈঠকে জাতীয় সংসদ কর্তৃক কমিটিতে প্রেরিত ‘চা বিল’ ২০১৬ পরীক্ষাপূর্বক রিপোর্ট সংশোধন করে চূড়ান্ত করা হয়। কমিটি সভাপতি তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মোতাহার হোসেন, ওয়ারেসাত হোসেন বেলাল, ছানোয়ার হোসেন, মন্জুরুল ইসলাম লিটন এবং লায়লা আরজুমান বানু। ##
×