ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে বরিশালে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ২৩:০১, ৮ মে ২০১৬

রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে বরিশালে সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার দিনভর জেলার বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী উত্তরন সাংস্কৃতিক সংঘের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নগরীতে অনুরূপ কর্মসূচী পালিত হয়। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সকালে নগরীর প্লানেট ওয়ার্ল্ড পার্কে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ গাউস। সংগীত পরিবেশন করেন, পশ্চিম বঙ্গের রবীন্দ্র সংগীত শিল্পী দোলা বঙ্গপাধ্যায়সহ বরিশালের বিভিন্ন শিল্পীরা। অপরদিকে উত্তরণ সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করেন চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক কবি শিকদার রেজাউল করিম, সংঘের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হাকিম, দৈনিক জনকন্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট কবি সাঈদ বীন ভূইয়া পান্নু, মণীষ চন্দ্র বিশ্বাস, কবি মোয়াজ্জেম হোসেন মুরাদ, কবি আফরোজা বেগম, কবি পলাশ তালুকদার, কবি ফাতেমা জান্নাত চাঁদনী, কবি ঝর্না দাস লাবনী ও আজিজুল হক মানিক। দিনভরের সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও বরিশাল বেতারের শিল্পীদের সমন্ময়ে রবীন্দ্র সংগীত পরিবেশন করা হয়।
×