ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জুনে বিদ্যুত উৎপাদন ১৫ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে

প্রকাশিত: ২২:৫৭, ৮ মে ২০১৬

জুনে বিদ্যুত উৎপাদন ১৫ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে

অর্থনৈতিক রিপোর্টার॥ চলতি বছরের জুন মাসে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। নতুন করে ওই ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হলে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৫ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ইতোমধ্যে জাতিকে লোডশেডিংয়ের বিড়ম্বনা থেকে মুক্তি দিয়েছে সরকার। ২০২১ সালের মধ্যে দেশের সব নাগরিককে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গত সাত বছরে বিদ্যুৎ খাতে অনেকগুলো সাফল্য অর্জন করেছে। ২০০৯ সালের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল ৪ হাজার ৯৪২ মেগাওয়াট। এখন তার চেয়ে প্রায় ৩ গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বর্তমানে দেশে ১৪ হাজার ৫৩৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন জানান, ২০০৯ সাল থেকে ১০২টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে সরকার। এই সময়ের মধ্যে সঞ্চালন ও বিতরণ লাইনও অনেক বাড়ানো হয়েছে। বর্তমানে দেশের ৭৬ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের আমলে প্রতিবছর বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। ২০০৯ সালে নতুন করে ৩৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। এই ধারাবাহিকতা প্রতি বছরই ছিল। ২০১০ সালে ৭৭৫ মেগাওয়াট, ২০১১ সালে ১৭৬৩ মেগাওয়াট, ২০১২ সালে ৯৫১ মেগাওয়াট, ২০১৩ সালে ১১৬৩ মেগাওয়াট, ২০১৪ সালে ৫৮৩ মেগাওয়াট এবং ২০১৫ সাল থেকে ২০১৬ সালের মে মাসের মধ্যে জাতীয় গ্রিডে ১১৯৭ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে। এছাড়া প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ সরকার। পাশাপাশি সৌর বিদ্যুতের ব্যবহারও বাড়ছে। ##
×