ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেরপুরে ১৪ ইউপিতে নির্বাচনের ফলাফল

প্রকাশিত: ২২:৪৮, ৮ মে ২০১৬

শেরপুরে ১৪ ইউপিতে নির্বাচনের ফলাফল

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে ৪র্থ দফায় শনিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর ও ঝিনাইগাতী উপজেলার ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ১১, আওয়ামী লীগ বিদ্রোহী ২ ও স্বতন্ত্র ১ প্রার্থী জয়লাভ করেছেন। শনিবার রাতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা স্ব-স্ব নির্বাচনী কন্ট্রোল রুম থেকে বেসরকারিভাবে ওই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে চেয়ারম্যান পদে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দলের প্রার্থী মোঃ রফিকুল ইসলাম ৭ হাজার ১শ ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দলের বিদ্রোহী প্রার্থী মোটর সাইকেল প্রতিকের নাজমুন নাহার পেয়েছেন ৪ হাজার ৮ ভোট। গাজীর খামার ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আওলাদুল ইসলাম ৫ হাজার ৯শ ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাসদের মশাল প্রতিকের প্রার্থী খলিলুর রহমান পেয়েছেন ৩ হাজার ১শ ৯৫ ভোট। বাজিতখিলা ইউনিয়নে চেয়ারম্যান পদে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, দলের প্রার্থী আমির আলী সরকার ৭ হাজার ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল হাসান খুররম পেয়েছেন ৪ হাজার ৮শ ১৯ ভোট। ধলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী রহিজ উদ্দিন ৪ হাজার ৬শ ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তছলিম উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৫শ ৮৩ ভোট। পাকুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব মো. হায়দার আলী ১৫ হাজার ১শ ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চশমা প্রতিকে দলের বিদ্রোহী প্রার্থী আফজল হোসেন পেয়েছেন ৫ হাজার ৪৪ ভোট। রৌহা ইউনিয়নে চেয়ারম্যান পদে আনারস প্রতিকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম মিজু ৪ হাজার ৬শ ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ প্রার্থী সাইফুজ্জামান সোহেল পেয়েছেন ৩ হাজার ৯শ ৫৭ ভোট। কামারিয়া ইউনিয়নে অন্য কোন প্রার্থী না থাকায় আওয়ামী লীগ প্রার্থী আব্দুল বারী চাঁন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে ঝিনাইগাতী উপজেলায় নলকুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আইয়ুব আলী ফর্সা, মালিঝিকান্দা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নূরুল ইসলাম তোতা, কাংশা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জহুরুল হক, সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোফাজ্জল হোসেন চাঁন, হাতিবান্ধা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নুরুল আমীন, গৌরিপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান মন্টু ও ধানশাইল ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
×