ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌদি তেলমন্ত্রী নাইমি অপসারিত

প্রকাশিত: ১৯:৩৭, ৮ মে ২০১৬

সৌদি তেলমন্ত্রী নাইমি অপসারিত

অনলাইন ডেস্ক ॥ সৌদি আরবের মন্ত্রিপরিষদে দীর্ঘ ২১ বছর থেকে তেলমন্ত্রীর দায়িত্বে থাকা আলী আল নাইমিকে সরিয়ে দেওয়া হয়েছে। এ পদে নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী খালেদ আল ফালাহ। শনিবার (০৭ মে) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জনায়। মন্ত্রিপরিষদের এই রদবদলের কারণ সম্পর্কে সুস্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ রাজকীয় আইন বলেই এটি করেছেন বলে বলা হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, তেলমন্ত্রী আলী আল নাইমি এখন থেকে জ্বালানি, শিল্প ও কয়লা মন্ত্রণালয়ের পরিচয় বহন করবেন। তবে তিনি এই মন্ত্রণালিয়ের মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। নাইমি ১৯৯৫ সালে তেলমন্ত্রীর নিয়োগ পেয়েছিলেন। দীর্ঘ প্রায় ২১ বছর তিনি একই মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সূত্র: বিবিসি
×