ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে ইউপি নির্বাচনের ফলাফল

প্রকাশিত: ১৮:৫১, ৮ মে ২০১৬

পার্বতীপুরে  ইউপি নির্বাচনের ফলাফল

নিজস্ব সংবাদদাতা,পার্বতীপুর ॥ গতকাল শনিবার অনুষ্ঠিত পার্বতীপুর উপজেলায় ইউপি নির্বাচনে ৭ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ ৪, আওয়ামী লীগের বিদ্রোহী ২ ও বিএনপি ১ টিতে জয়লাভ করেছে। ভোট স্থগিত আছে ১ ইউনিয়নে। রাত ১০ টায় পার্বতীপুর উপজেলা নির্বাচন অফিসে ঘোষিত ফলাফল অনুযায়ী মনম্মথপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আজগর আলী , চন্ডিপুরে আওয়ামী লীগের বিদ্রোহী মোঃ এমদাদুল হক , মোমিনপুরে আওয়ামী লীগের আ. ওহাব মন্ডল, মোস্তফাপুরে আওয়ামী লীগের মোঃ ছাবেনুর আলম , হাবড়ায় আওয়ামী লীগের আনিছুজ্জামান সরকার , হরিরামপুরে আওয়ামী লীগের মাসুদুর রহমান শাহ ও হামিদপুর ইউনিয়নে বিএনপির ছাদেকুল ইসলাম বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভোট জালিয়াতির কারনে বেলাইটন্ডি ইউনিয়নের ১ কেদ্রে ভোট স্থগিত রয়েছে। এ ইউনিয়নের অনান্য ৮ কেন্দ্রে বিএনপির হাছিবুর রশীদ ও আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ রাজা যথাক্রমে ৮৫০৬ ও ৭১৫০ ভোট পেয়েছেন। বিএনপির প্রার্থী এগিয়ে রয়েছেন ১৩৫৬ ভোটে। স্থগিত কেন্দ্রে মোট ভোট ২৭৮৫। নির্বাচন অফিস সূত্রমতে এ কেন্দ্রে পরবর্তীতে ভোট গ্রহন করা হবে। উল্লেখ্য ইউনিয়নের ওয়ার্ডসমূহে ভোটার তালিকা চুড়ান্ত না হওয়ায় এই উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ২ ইউনিয়নে নির্বাচন কমিশন ভোট স্থগিত করেছেন।
×