ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাঠেই ফুটবলার প্যাট্রিকের অকালমৃত্যু

প্রকাশিত: ০৬:১৮, ৮ মে ২০১৬

মাঠেই ফুটবলার প্যাট্রিকের অকালমৃত্যু

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার রোমানিয়ার প্রথম বিভাগ ফুটবল ম্যাচে ভিটোরুলের বিপক্ষে মাঠ দাবড়ে বেড়াচ্ছিলেন ডায়নামো বুখারেস্টের প্যাট্রিক একেং। কিন্তু হঠাৎ করেই বিপত্তি! ম্যাচের ৭০ মিনিটে প্রতিপক্ষ কিংবা সতীর্থের সঙ্গে কোন ধরনের সংঘর্ষ ছাড়াই মাঠের মধ্যে লুটিয়ে পড়েন ক্যামেরুনের ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার। তারপর তাৎক্ষণিকভাবেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু এরই মধ্যে না ফেরার দেশে চলে যান গত জানুয়ারিতেই রোমানিয়ার ক্লাবটিতে যোগ দেয়া এই ফুটবলার। অথচ তার মাত্র ৭ মিনিট আগেই বদলি খেলোয়াড় হিসেবে ভিটোরুলের বিপক্ষে খেলতে নেমেছিলেন একেং। হৃদয় বিদারক এই ঘটনায় শোকে মুহ্যমান হয়ে পড়ে রোমানিয়া তথা গোটা ফুটবল বিশ্ব। এ ঘটনায় রোমানিয়া কাপের ফাইনাল পিছিয়ে দেয়া হয়েছে এক সপ্তাহ। শনিবার রোমানিয়ার ফুটবল ফেডারেশন এই ঘোষণা দেয়। এক বার্তায় ফেডারেশন জানায়, ‘ডায়নামো এবং ভিটোরুলের ম্যাচ চলাকালে যে ট্রাজেডির অবতারণা ঘটেছে তাতে সব ধরনের ফুটবল ম্যাচ ৭ মে থেকে সরিয়ে ৯ মেতে নিয়ে যাওয়া হয়েছে। সেইসঙ্গে ১০ মে পূর্বনির্ধারিত কাপ ফাইনাল ম্যাচটি স্থগিত ঘোষণা করা হলো।’ ডায়নামো বুখারেস্ট ও ক্লুজের মধ্যকার কাপ ফাইনাল ম্যাচটি আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে বলে ফেডারেশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। রোমানিয়ার ক্লাবটিতে যোগ দেয়ার আগে ইউরোপের বিভিন্ন ক্লাবে পেশাদার ফুটবল খেলেছেন একেং। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত দীর্ঘ চার মৌসুম কাটিয়েছেন ফরাসী লীগ ২ এর ক্লাব লি ম্যানসে। এরপর সুইজারল্যান্ডের লুসান ক্লাবে যোগ দেন তিনি। ২০১৩-১৪ মৌসুম সেখানে কাটানোর পরই ডায়নামোতে যোগ দেন এই রোমানিয়ান। ক্যামেরুনের জার্সিতে গত বছর আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত হয়েছিল একেংয়ের। এ সময় আফ্রিকান নেশন্স কাপের জন্য গঠিত দলেও জায়গা পেয়েছিলেন তিনি। যদিও গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় অদম্য সিংহরা। তার এই অকাল মৃত্যু দেশবাসীকে স্মরণ করিয়ে দেয় মার্স ভিভিয়ান ফোর কথা। বাফুফের নতুন কমিটির প্রথম সভায় সিদ্ধান্ত একাধিক স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার বাফুফের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গণমাধ্যমকে পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান এবং বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমাদের ওপর আস্থা রাখার জন্য সম্মানিত ডেলিগেট, জেলাগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ। শনিবার বাফুফে প্রেসিডেন্টসহ তিনজন ফিফা কংগ্রেসে যোগ দিতে মেক্সিকোতে যাবেন। আমাকে প্রেসিডেন্ট করে ফিন্যান্স কমিটি গঠন করা হয়েছে। যারা আগামী চার বছর এই দিকটা দেখভাল করবে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হারুনুর রশীদকে চেয়ারম্যান করা হয়েছে। সভাপতি চলতি মাসে সব কমিটি আবার পুনর্বন্টন করবেন। কাজের গতি সচল করার জন্য এটি করা হবে। এই মাস পর্যন্ত এজন্য অপেক্ষা করতে হবে। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত পুরানো কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যাবে।’ মুর্শেদী আরও বলেন, ‘এই কমিটি প্রতি মাসে প্রথম শনিবার মিটিং করবে। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, প্রতি বছর এজিএম ৩০ এপ্রিলের মধ্যে হবে। জবাবদিহিতামূলক আর্থিক স্বচ্ছতা থাকার জন্য আমরা সর্বোচ্চ কাজ করবো। এজন্য দুটো কমিটি কাজ করবে। ইন্টারনাল অডিট হবে।’ তিনি আরও বলেন, ‘আগামী ৯ মে পেশাদার লীগ কমিটির মিটিং হবে সব ক্লাবগুলোকে নিয়ে। আমাদের মান বাড়ানোর জন্য হোম ও এ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে। এই মুহূর্তে লীগ চালানোর জন্য আমাদের দুটো মাঠ আছে। পৃষ্ঠপোষকদের সঙ্গে সেভাবেই কথা বলছি। ক্লাবগুলোর সঙ্গে কথা বলা হবে। এরপর চট্টগ্রাম ছাড়া আরও চারটি মাঠ করা হবে। যেন হোম-এ্যাওয়ে ম্যাচ আমরা বাড়াতে পারি। যেখানে খেলা হবে সেখানকার সব ব্যবস্থা আমরা করবো। আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের এ উদ্যোগ সফল হবে।’ ইউনাইটেডের জয় মাতার গোলে স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার তারা ১-০ গোলে হারিয়েছে নরউইচ সিটিকে। ম্যাচের ৭২ মিনিটে জোয়ান মাতার একমাত্র গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লুইস ভ্যান গালের দল। নরউইচ সিটির বিপক্ষে এই জয়ের ফলে ৩৬ ম্যাচে ম্যানইউর সংগ্রহ ৬৩ পয়েন্ট। অবস্থান পঞ্চম স্থানে। জানিয়ে রাখা ভাল যে ইংলিশ প্রিমিয়ার লীগের চলতি মৌসুমের শিরোপা আগেই নিজেদের করে নিয়েছে লিচেস্টার সিটি। অপেক্ষা এখন লীগের শীর্ষ তিন দল বাছাইয়ের। শিরোপা নিশ্চিত করলেও, আগামী ১৬ মে প্রথমবারের মতো প্রিমিয়ার লীগের শিরোপা উৎসব উদযাপন করবে নতুন চ্যাম্পিয়ন লিস্টার সিটি। ফক্সেস কোচ ক্লদিও রানিয়েরি এবং তার খেলোয়াড়রা সেদিন একটি ছাদ খোলা বাসে করে পুরো শহর প্রদক্ষিণ শেষে ভিক্টোরিয়া পার্কে এসে জড়ো হবে। যেখানে তাদের জন্য অপেক্ষায় থাকা হাজারো সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় পুরো লিস্টার সিটির খেলোয়াড়রা সিক্ত হবেন। ঐদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দলের সদস্যরা মঞ্চে এসে উপস্থিত হবেন। এর আগে পুরো শহর জুড়েই চলবে বিভিন্ন ধরনের উৎসব। ইংলিশ ফুটবলে অন্যতম বিস্ময় সৃষ্টিকারী দল হিসেবে ১৩২ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো প্রিমিয়ার লীগের শিরোপা জিতে রূপকথার জন্ম দিয়েছে লিস্টার সিটি। যাদের নিয়ে পুরো ইংলিশ ফুটবল আজ উৎসবে মাতোয়ারা। দুই লাতিন ফুটবল কর্মকর্তা আজীবন নিষিদ্ধ স্পোর্টস রিপোর্টার ॥ ফিফা ট্রাইব্যুনাল দক্ষিণ আমেরিকার দুই ফুটবল কর্মকর্তাকে আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের এক আদালতে দুর্নীতির মামলায় সে দুই কর্মকর্তা দোষ স্বীকার করেন। চিলির সের্গিও জেডুই এবং কলম্বিয়ার লুইস বেদোয়া সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। এ দু’জনের বিরুদ্ধেই গত ডিসেম্বরে দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেটারই বিচারের শুনানিতে দু’জন স্বীকার করে নেন তারা প্রতারণামূলক কিছু কার্যক্রম পরিচালনা করেছেন। এ কারণেই এ দু’জনকে সব ধরনের ফুটবল কর্মকা- থেকে আজীবন নিষেধাজ্ঞা দেয়া হলো।
×