ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের রাজা রানিয়েরি

প্রকাশিত: ০৬:১৬, ৮ মে ২০১৬

ইংল্যান্ডের রাজা রানিয়েরি

স্পোর্টস রিপোর্টার ॥ ১৩২ বছরের ক্লাব ইতিহাসে প্রথম লীগ শিরোপা উপহার দিলেন ক্লাবকে। তারকাবিহীন দল, অঢেল অর্থও ব্যয় করা হয়নি তাতে। তারপরও লিচেস্টার সিটিকে প্রিমিয়ার লীগের শিরোপা জিতিয়ে ক্লদিও রানিয়েরি এখন প্রশংসার জোয়ারে ভাসছেন। তবে রানিয়েরিকে নতুন ‘উপাধি’ দিয়ে দিলেন তার মা রিনেটা রানিয়েরি। লিচেস্টার সিটিকে চ্যাম্পিয়ন করায় ছেলের প্রশংসায় ৯৬ বছর বয়সী রিনেটা রানিয়েরি বলেন, ‘ক্লদিও এখন ইংল্যান্ডের রাজা। সারাবিশ্ব থেকে আসা তার সব ধরনের অভিনন্দনের গল্পই শুনেছি। আমি তাদের সবাইকেই ধন্যবাদ জানাতে চাই।’ সোমবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি-টটেনহ্যাম হটস্পারের ম্যাচটি নাটকীয় ড্র হয়। আর তাতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় লিচেস্টারের। স্ট্যামফোর্ড ব্রিজের সেই ম্যাচ শেষেই নাকি কান্নায় ভেঙ্গে পড়েন রিনেটা রানিয়েরি। এ বিষয়ে ৬৪ বছর বয়সী ক্লদিও রানিয়েরির মা বলেন, ‘ম্যাচ শেষে তো আমি কান্নায় ভেঙ্গে পড়েছিলাম।’ এ সময় তিনি আরও বলেন, ‘ম্যাচ শেষে প্রতিদিন রাতেই ক্লদিও আমাকে ফোন করে। কিন্তু এই রাতের ফোনটি ছিল অন্যরকম, বিশেষ কিছু। সে আমাদের সকলের চেয়ে অনেক বেশি খুশি ছিল। আমরা এখন স্বস্তি নিতে পারছি। সময়টা দারুণ উপভোগ করতে পারছি। সেদিন আমাদের লাঞ্চ স্থায়ী হয়েছিল দুই ঘণ্টারও বেশি সময়। যেখানে আমরা প্রায় সব ধরনের কথাবার্তাই বলি। দলের অবস্থা কেমন এবং অসামান্য অর্জনের শেষ মুহূর্তটা ছিল কেমন? প্রকৃতপক্ষে আমরা কখনই তা প্রত্যাশা করিনি। কিন্তু ক্লদিও দারুণ একটা দল পেয়েছে।
×